অগাস্ট মাসে চীনে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কিছুটা কমেছে
  2018-09-08 17:12:01  cri
সেপ্টেম্বর ৮: গত অগাস্ট মাসে চীনে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৩ লাখ ১০ হাজার ৯শ ৭০ কোটি মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় ৮শ ২০ কোটি মার্কিন ডলার কমেছে, হ্রাসের হার ছিল ০.২৬ শতাংশ এবং যার মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভের টানা দুমাসের বৃদ্ধির অবসান ঘটেছে। চীনের গণব্যাংকের গতকাল (শুক্রবার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এ দিন জানান, বিশ্ব বাণিজ্য বিরোধ, ভৌগোলিক রাজনীতি ও অর্থনীতি পরিস্থিতির অনিশ্চয়তাসহ নানা কারণে মার্কিন ডলার সূচক ওঠানামা করে। সে সব কারণে চীনের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণও কিছুটা কমেছে।

চীনের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ-বিষয়ক গবেষণালয়ের মহাপরিচালক থান ইয়া লিং মনে করেন, চীনের উচিত সংস্কারের কার্যকারিতার ভিত্তিতে বৈদেশিক মুদ্রা বিজার্ভের বেগবান ভূমিকা পালন করা। চীনে শিল্প ও প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক ভারসাম্যহীনতা রয়েছে। তাই ভারসাম্যহীন অবস্থা পরিবর্তন করা হলে চীনের ভবিষ্যত উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য সহায়ক হবে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040