বেইজিংয়ে লি খ্য ছিয়াং'র সঙ্গে মার্কিন অতিথি'র সাক্ষাত্
  2018-09-08 17:04:53  cri

সেপ্টেম্বর ৮: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং'র সঙ্গে গতকাল (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে মার্কিন এক্সোনমোবিল কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড‍্যারেন উডস এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতের সময় লি খ্য ছিয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একে অপরের বিনিয়োগ দু'দেশের জন্য অনুকূল, পাশাপাশি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধির জন্য সহায়ক। বিশ্বের বিভিন্ন দেশের উচিত বাণিজ্য ও বিনিয়োগ সহজিকরণের জন্য যৌথ প্রচেষ্টা চালানো। মার্কিন এক্সোনমোবিল কর্পোরেশনকে চীনে বিনিয়োগ করতে স্বাগত জানান প্রধানমন্ত্রী লি।

লি খ্য ছিয়াং আরও বলেন, চীনের বাজারে প্রবেশের জন্য নীতিগত মান শিথিল করেছে চীন। চীনে চীন ও বিদেশি প্রতিষ্ঠানকে একই নীতিমালা মোকাবিলা করতে হচ্ছে। চীনে বিদেশি প্রতিষ্ঠানের জন্য আরও সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী লি।

জবারে ড্যারেন উডস বলেন, এক্সোনমোবিল কর্পোরেশনের সঙ্গে চীনের দীর্ঘকালীন সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটি চীন সরকারের সাম্প্রতিককালে প্রবর্তিত উন্মুক্তকরণ বাড়ানো, ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত এবং মেধাস্বত্ব রক্ষাসহ নানা ব্যবস্থার প্রশংসা করে। চীনের সঙ্গে দীর্ঘকালীন সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক প্রতিষ্ঠানটি। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040