সিয়া মেনে ২০তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন-বার্তা
  2018-09-08 15:48:34  cri

সেপ্টেম্বর ৮: ২০তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা গতকাল (শুক্রবার) ফু চিয়ান প্রদেশের সিয়া মেন শহরে উদ্বোধন হয়। এতে অভিনন্দন-বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সি চিন পিং বলেন, গত ২০ বছরে চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা বিনিয়োগ বাড়ানো, প্রামাণ্য তথ্য প্রকাশ এবং বিনিয়োগ প্রবণতার আলোচনা এমন তিনটি প্ল্যাটফর্ম তৈরি করতে প্রচেষ্টা চালায় এবং বিশ্বব্যাপী একটি প্রভাবিত বিনিয়োগ মেলায় পরিণত হয়, যা চীনের উন্মুক্তকরণ ও সংস্কার এবং আধুনিকীকরণের গঠনকাজে ইতিবাচক অবদান রেখেছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চলতি বছর চীনের উন্মুক্তকরণ ও সংস্কার নীতি চালু হবার ৪০তম বার্ষিকী এবং চীনের উন্মুক্তকরণ আরও উন্নত হবে। এ মেলাকে উচ্চ পর্যায়ের বৈদেশিক উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে হবে। এ মেলা সার্বিক উন্মু্ক্ত পরিস্থিতি বাস্তবায়ন ও উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গঠনে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে বলে প্রত্যাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট সি। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040