কিম জং-উনের লেখা চিঠি পেতে যাচ্ছেন ট্রাম্প
  2018-09-08 14:37:47  cri
সেপ্টেম্বর ৮: উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের লেখা চিঠি পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চিঠি খুব ইতিবাচক বলে মনে করেন ট্রাম্প। গতকাল (শুক্রবার) নর্থ ডাকোটা রাজ্যে যাওয়ার পথে বিশেষ বিমানে ট্রাম্প গণমাধ্যমকে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া গতপরশু (বৃহস্পতিবার) দক্ষিণ-উত্তর কোরিয়ার সীমান্তে কিম জং-উনের লেখা চিঠি হস্তান্তর করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ চিঠি নিয়ে আসছেন।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে অনেক সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040