সংলাপের মাধ্যমে সিরিয়া সমস্যা সমাধানের আহ্বান চীনা প্রতিনিধির
  2018-09-08 14:24:45  cri

সেপ্টেম্বর ৮: সংশ্লিষ্ট পক্ষের উচিত্ কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়ে সংলাপের মাধ্যমে পরিস্থিতি প্রশমন করা। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও স্যু গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া-বিষয়ক উন্মুক্ত এক সম্মেলনে এ আহ্বান জানান।

মা চাও স্যু বলেন, সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধান প্রক্রিয়া থেমে থাকার কারণে সন্ত্রাসী গোষ্ঠী এখনও বাড়ছে। ইদলিব প্রদেশসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এখনও উত্তেজনাসংকুল। আন্তর্জাতিক সমাজের উচিত্ একসাথে চেষ্টা চালিয়ে সন্ত্রাসবাদ দমন করা এবং তার সফলতা সুসংবদ্ধ করার পাশাপাশি নিরীহ মানুষের বিরুদ্ধে আঘাত এড়ানো। বিভিন্ন পক্ষের উচিত্ জাতিসংঘ সনদ এবং অন্য আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম অনুসরণ করে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, একীকরণ ও ভূভাগের অখণ্ডতা সম্মান করা এবং বলপ্রয়োগের হুমকি বা সশস্ত্র শক্তি ব্যবহার এড়ানো।

রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে সিরিয়া সমস্যার সমাধানে চীনের অবস্থান এবং এটি দেশটির শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের একমাত্র উপায় বলে উল্লেখ করেন মাও চাও স্যু। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040