কাজাখস্তানে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের ৫ বছর পূর্তিতে বাণিজ্য ফোরাম উদ্বোধনে সি চিন পিং'র অভিনন্দন
  2018-09-08 14:17:51  cri
সেপ্টেম্বর ৮: কাজাখস্তানে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের ৫ বছর পূর্তিতে এক বাণিজ্য ফোরাম গতকাল (শুক্রবার) দেশটির রাজধানী আসতানায় উদ্বোধন হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে ভিডিও'র মাধ্যমে অভিনন্দন জানান।

সি চিন পিং বলেন, কাজাখস্তানে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের ৫ বছর পূর্তিতে বাণিজ্য ফোরাম উদ্বোধনের জন্য তিনি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তিনি দেশটির প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের প্রতি কৃতজ্ঞতা এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপন আন্তর্জাতিক সমাজের ব্যাপক নজর কাড়ে। 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে নীতিগত সমন্বয় জোরদার হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন দ্রুততর হয়েছে এবং অবকাঠামো নেট গড়ে তোলা হয়েছে, যা বিভিন্ন দেশের মানুষের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।

অবশেষে সি চিন পিং ফোরামের সফলতা কামনা করেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040