চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফর উপলক্ষ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলন
  2018-09-07 18:53:00  cri
সেপ্টেম্বর ৭: আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফর উপলক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেশি-বিদেশি সংবাদদাতাদের নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাশিয়ায় অনুষ্ঠেয় 'চতুর্থ পূর্ব অর্থনৈতিক ফোরামের' অবস্থা তুলে ধরেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সহকারী চাং হান হুই।

তিনি বলেন, আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর রাশিয়ার ভ্লাদিভস্তকের 'চতুর্থ পূর্ব আর্থিক ফোরামে' অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট সি। ২০১৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়। এটি দূরপ্রাচ্য সহযোগিতা এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো এ ফোরামে অংশ নেবেন। এটিও এ বছরের শেষার্ধে চীন ও রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিনিময়।

চাং হান হুই আরও বলেন, এ বছর চীন ও রাশিয়ার শীর্ষনেতাদের কৌশলগত যোগাযোগের মাধ্যমে দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে ইতিবাচক উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। দেশ দুটো ইতোমধ্যেই উচ্চ পর্যায় এবং বড় উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040