কফিহাউসের আড্ডা: খনা বৈদ্যের সঙ্গে আড্ডা-ছুটির পর
  2018-09-07 15:32:02  cri


জীবনে চলার পথে কত স্বপ্নের রোদ ওঠে আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেলো কতজনই আসবে। তবে এ ২০ মিনিটে আমি আছি আপনার সঙ্গে। শেয়ার করি জীবনের কত কথা। সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক কফিহাউসের আড্ডা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি। এ সপ্তাহে আড্ডার বিষয় হচ্ছে: ছুটির পর।

চীনের গ্রীষ্মকালিন ছুটি মাত্র শেষ। বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয়ের নতুন সেমিসটার শুরু হয়েছে। আমাদের অফিসে আগস্ট মাসে সবচেয়ে বেশি সহকর্মী ছুটি নেয়। কারণ এ সময় তাদের বাচ্চাদের নিয়ে বাইরে যায়। বিভিন্ন প্রশিক্ষণ কোর্স নেওয়া হয়, বা বাইরে ভ্রমণ করতে আসে।

কেউ কেউ বলেছে আগস্ট হচ্ছে ব্রিক-আপের সময়। কারণ, চীনের হাইস্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গ্রেটুয়েট সময় হচ্ছে আগস্ট। গ্রেটুয়েট হলে কে কোন শহরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে আর ঠিন নেই। তাই স্কুল সুয়েট-হার্ট আর সুয়েট থাকে না, ব্রোক হার্ট হয়ে যায়। ভবিষ্যতের অনিশ্চয়তা বা দূরত্বের ভয়ের কারণে অনেক স্কুল বা কলেজের ছাত্ররা তাদের ছেলে বা মেয়েবন্ধুদের সঙ্গে ব্রিক-আপ করে। আর সেপ্টেম্বর মাসকে বলা হয় নতুন প্রেমের মাস। কারণ নতুন বিশ্ববিদ্যালয় ভর্তি হয় বা কোন নতুন চাকরিতে কাজ শুরু হয় সেপ্টেম্বর মাসে। নতুন পরিবেশে নতুন বন্ধু হয়।

আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চীনাভবনের পিএইচডি ছাত্রী খনা বৈদ্য। তিনি পেইচিংয়ে মাত্র চার মাসের লম্বা ছুটি কেটেছেন। তার ছুটি কেমন ছিলো? বিশ্বভারতীতে পড়াশোনা করার সময় কেমন ছুটি কাটলেন? জানতে চাইলে শুনুন আজকের অনুষ্ঠান।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040