সুরের ধারায়--চীনা গায়িকা হুয়াং লিং 
  2018-09-06 14:15:49  cri



প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় গায়িকা হুয়াং লিংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। হুয়াং লিং তার বিশেষ সংগীতশৈলী ও সুন্দর কণ্ঠের জন্য সবার কাছে পরিচিত। বর্তমান পপ/র‍্যাপ ও ইলেক্ট্রনিক সংগীত খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। হুয়াং লিংয়ের চীনা ক্লাসিক্যাল বৈশিষ্ট্যময় সংগীতশৈলী ও সুন্দর গান গাওয়ার ক্ষমতা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে হুয়াং লিংয়ের কিছু গান শুনবো।

হুয়াং লিং ১৯৮৭ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি গান গাইতে খুব পছন্দ করতেন এবং বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২০০৪ সালে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় এক সংগীত প্রযোজক হুয়াং লিংকে খুঁজে পান। এ কারণে হুয়াং লিং সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি করেন ও তাঁর পেশাগত সংগীত জীবন শুরু হয়। পেশাদার গায়িকা হলেও তিনি সরাসরি অ্যালবাম প্রকাশ করেননি; বরং প্রায় দুই বছর সংগীতের প্রশিক্ষণ নেন। ২০০৭ সালে হুয়াং লিং তার প্রথম অ্যালবাম 'খোস' প্রকাশ করেন। অ্যালবামের থিম সং 'খোস' প্রকাশের পরপরই তার বিশেষ সংগীতশৈলী সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই গানের জন্য হুয়াং লিং সবার কাছে পরিচিত হন। তিনিও এই অ্যালবামের জন্য সেই বছরের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন এই অ্যালবামের থিম সং 'খোস' শুনবো।

হুয়াং লিংয়ের গানে এশিয়ান নারীর ক্লাসিক্যাল স্বভাব দেখা যায়। তার গান লোকদের মনে করিয়ে দেয়, গত শতাব্দী চীনের শাংহাইয়ের বিখ্যাত সুন্দরীদের কথা। লোকেরাও তাকে তখনকার বিখ্যাত গায়িকার সঙ্গে তুলনা করে। তাই গত শতাব্দীর চীনের শাংহাইয়ের বিখ্যাত গায়িকার অনেক জনপ্রিয় গান নতুন করে গেয়েছেন হুয়াং লিং। বন্ধুরা, এখন শুনুন চীনের খুব বিখ্যাত একটি গান ' Tuberose'।

হুয়াং লিংয়ের গান অধিকাংশই আবেগপূর্ণ ও চীনা বৈশিষ্ট্যসম্পন্ন গান। তবে তিনি শুধু এমন গান গাইতে পারেন তা নয়। 'খোস' অ্যালবামের তার 'excited' গান 'হাই ক্য'তে তার প্রভাবিত করার শক্তি টের পাওয়া যায়। গানটি ব্যাপক জনপ্রিয় হয়ে অনেকটা হুয়াং লিংয়ের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।

২০১০ সালে হুয়াং লিং তার দ্বিতীয় অ্যালবাম 'বিশেষ' প্রকাশ করে। হুয়াং লিংয়ের গানের বিশেষ শৈলী রয়েছে। পাশ্চাত্য ও প্রাচ্যের গানের মতো তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। যদি একটি শব্দ দিয়ে তার সংগীতশৈলী ও কণ্ঠের বর্ণনা দিতে হয়, তা হবে 'বিশেষ'। আর 'বিশেষ' অ্যালবামটি হুয়াং লিংয়ের বৈশিষ্ট্য প্রতিফলিত করেছে।

পরের গানের নাম 'বাতাস ও চাঁদ', চীনা ভাষায় 'ফেং ইউয়ে'। চীনা সংস্কৃতিতে বাতাস, ফুল, তুষার, চাঁদ খুব রোম্যান্টিক ব্যাপার। বিশেষ করে, প্রিয় মানুষের সঙ্গে তা উপভোগ করা যায়। এ সম্পর্কে অনেক প্রাচীন চীনা কবিতা রচিত হয়েছে। হুয়াং লিংয়ের গান 'ফেং ইউয়ে'তে চীনা ক্লাসিক্যাল সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। তবে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে হুয়াং লিংয়ের গান গাওয়ার পদ্ধতি।

পরের গানে হুয়াং লিং ও চীনের জনপ্রিয় গায়ক সিয়ু সোংয়ের যৌথ গান শুনবো। গানের নাম 'আকস্মিক দেখা'। চীনা ভাষায় এই শব্দ সেসব সুন্দরীর বর্ণনায় ব্যবহার করা হয়, যাদের ওপর হঠাত্ নজর পড়লে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে। এই গানে একটি স্মরণীয় প্রেমের গল্প এবং প্রেমের প্রতি উদার মনোভাব বলা হয়। সম্পূর্ণ গানটি চীনা বৈশিষ্ট্যে ভরপুর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা হুয়াং লিংয়ের আরো একটি সুন্দর গান শুনবো। গানের নাম 'সমৃদ্ধ স্বপ্ন'। গানটি হচ্ছে বর্তমান চীনের খুব জনপ্রিয় একটি টিভি সিরিজ নাটকের থিম সং। এর আগের চীনা বৈশিষ্ট্যময় গানের তুলনায় এই গানটি আরো পরিপক্ব।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040