চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন চীন ও আফ্রিকার জনগণের জীবনে কি কি কল্যাণ বয়ে আনবে?
  2018-09-05 16:01:57  cri


গত সোম ও মঙ্গলবার ২০১৮ সালের চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১০টি সহযোগিতামূলক পরিকল্পনার ভিত্তিতে আগামী তিন বছরে বিশেষ '৮টি অভিযান' চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেন।

সি চিন পিং'র এ ঘোষণার ফলে আসলে চীন ও আফ্রিকার জনগণের জীবনে কি কি কল্যাণ বাস্তবায়িত হবে? আজকের টপিক অনুষ্ঠানে এ নিয়ে আলোচনা করবো।

গত মঙ্গলবার অনুষ্ঠিত চীন-আফ্রিকা শীর্ষনেতা এবং শিল্প ও বাণিজ্য প্রতিনিধিদের সংলাপ বা ষষ্ঠ চীন-আফ্রিকা শিল্পপতিদের সম্মেলন থেকে সে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

ই কমার্স বাণিজ্যের মাধ্যমে চীন-আফ্রিকা বাণিজ্যিক বাজার বাড়ানো

ইথিওপিয়ান কফি, কেনিয়ার ব্ল্যাক টি, দক্ষিণ আফ্রিকান কমলা, এখন আমরা ওয়েবসাইটে কিনতে পারি।

চীনের চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরবাসী আওয়েই বিশ্বব্যাপী কেনাকাটার সঙ্গে জড়িত। তিনি প্রতিদিন ঘৃতকুমারী (একধরনের গাছ) থেকে তৈরি ভেষজ নির্যাস প্রক্রিয়াজাত পণ্যসহ আফ্রিকার নানা বৈচিত্র্যময় পণ্য আমদানি করে চীনে বিক্রি করে। চার ও ৫ বছরের উন্নয়নে তার দোকানে প্রতিবছরে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ইউয়ানেরও বেশি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040