পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আরিফ আলভি
  2018-09-05 10:11:26  cri
সেপ্টেম্বর ৫: পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতাসদস্য আরিফ আলভি। গতকাল (মঙ্গলবার) পার্লামেন্টে পাকিস্তান মুসলিম লিগ (নেওয়াজ)-এর মনোনীত প্রার্থী মাওলানা ফজল-উর-রেহমানকে ৬৮ ভোটের ব্যবধানে হারিয়ে দেশের ত্রয়োদশ প্রেসিডেন্ট হন তিনি।

৬৯ বছর বয়সী আলভি পেশায় একজন দাঁতের ডাক্তার। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত তেহরিক-ই-ইনসাফ পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের কার্যমেয়াদ শেষ হবে আসছে ৮ সেপ্টেম্বর। তখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন আরিফ আলভি। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040