চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন শুরু, প্রেসিডেন্ট সি'র গুরুত্বপূর্ণ ভাষণ
  2018-09-04 11:02:33  cri


গতকাল (সোমবার) বিকেলে বেইজিংয়ে গণ-মহাভবনে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন শুরু হয়েছে। আফ্রিকার ৫৩টি দেশের নেতৃবৃন্দ, প্রতিনিধি, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস, আফ্রিকান ইউনিয়ন কমিশন এবং ২৭টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

সহযোগিতার মাধ্যমে স্বার্থ অর্জন ও হাত হাতে রেখে আরও ঘনিষ্ঠ চীন-আফ্রিকার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা এবং আগামী ৩ বছরের মধ্যে চীন-আফ্রিকা সহযোগিতার বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে ভাষণ দিয়েছেন।আসলে নয়টি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সি চিন পিং'র ভাষণে। সেগুলো হচ্ছে, ইতিহাস ফিরিয়ে দেখা, অভিজ্ঞতা সারসংকলন করা, সহযোগিতার প্রতিজ্ঞা জোরদারের ঘোষণা, নতুন যুগের দায়িত্বের প্রশ্নের উত্তর দেওয়া, চীনের আরও উন্মুক্তকরণ জোরদারের ঘোষণা, চীন-আফ্রিকা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটির ছ'টি বিষয়, সহযোগিতামূলক সাফল্য সারসংকলন করা, ৮টি অভিযানের ঘোষণা এবং উজ্জ্বল ভবিষ্যত বিকাশের পূর্বাভাস।

তিনি বলেন, আগামী ৩ বছরে চীন 'আটটি উদ্যোগ' বাস্তবায়ন করে, শিল্প উন্নয়ন, আন্তঃযোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য সহজিকরণ, সবুজ উন্নয়ন, সামর্থ্য বাড়ানো, স্বাস্থ্য, মানবিক বিনিময় এবং শান্তি ও নিরাপত্তা খাতে আরও ঘনিষ্ঠ 'চীন-আফ্রিকার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি' গঠন করবে। প্রেসিডেন্টের বক্তব্য নতুন যুগে চীন ও আফ্রিকার সম্পর্কের উন্নয়নে নতুন পরিকল্পনা ও দিক-নির্দেশনা দিয়েছে।

চীন ও আফ্রিকা সবসময় অভিন্ন লক্ষ্যের কমিউনিটি- এ কথা ৫ বছর আগে আফ্রিকা সফরে বলেছিলেন প্রেসিডেন্ট সি। চীন ও আফ্রিকার অভিন্ন ইতিহাস রয়েছে, অভিন্ন উন্নয়ন ও কৌশলগত স্বার্থ রয়েছে, চীন ও আফ্রিকার উন্নয়নে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০০০ সালে 'চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম' প্রতিষ্ঠার পর থেকে, চীন ও আফ্রিকার বাণিজ্যিক বিনিময় ১৭ গুণ বেড়েছে, আফ্রিকায় চীনের বিনিয়োগ ১০০গুণ বেড়েছে। অভিন্ন স্বার্থ অর্জন করা ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা বর্তমানে চীন ও আফ্রিকা উন্নয়নের চাবিকাঠি।

ভাষণে প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন ও আফ্রিকার উন্নয়নের মান বাড়ানোর জন্য দুই অঞ্চলের জনগণের স্বার্থকে প্রথম স্থানে রাখতে হবে, চীন-আফ্রিকা সহযোগিতা জনগণের বাস্তব কল্যাণ দেবে। এতে আফ্রিকায় ৫০টি চিকিত্সা সহায়তা প্রকল্পের মান উন্নত করা হবে, ৫০টি সবুজ উন্নয়ন ও পরিবেশগত বিদ্যায় সহায়তা প্রকল্প চালু করা হবে, ৫০টি সাংস্কৃতিক ও পর্যটন প্রকল্প এবং ৫০টি নিরাপত্তা-শান্তি-প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, আফ্রিকার নিজস্ব উন্নয়ন-শক্তি বাড়ানোর কাজে সমর্থন দেবে চীন। পাশাপাশি চীন ও আফ্রিকার উন্নয়ন-কৌশলের সমন্বয় জোরদার করা হবে। তিনি আশা করেন, এই উন্নয়ন মডেলের মাধ্যমে দু'পক্ষ আরও ভালোভাবে অভিন্ন স্বার্থ অর্জন করতে পারবে।

(রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040