'প্রিয় গোপন কথা'
  2018-09-04 10:38:52  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, প্রথমে শুনুন 'প্রিয় গোপন কথা' শীর্ষক একটি গান; গানটি গেয়েছ চীনের তাইওয়ানের সঙ্গীতব্যান্ড এসএইচই। (১)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'আমি' শীর্ষক একটি সুন্দর গান। গানের কন্ঠশিল্পী ছাং সি লেই। এই গান আসলে একটি চলচ্চিত্রের থিম সং। চলচ্চিত্রটিতে একজন ২৮ বছর বয়সী তরুণের কোনো বিশেষ এক সুযোগে আবার ১৭ বছর বয়সে ফিরে গিয়ে প্রেম খুঁজে পাওয়ার গল্প। আচ্ছা, এখন আমরা একসাথে শুনবো এই গান 'আমি'। (২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম 'আমার কাছে সব এমসিকিউ প্রশ্নের উত্তরই C'। এই গান আমার খুব প্রিয় এক চলচ্চিত্র 'সেলাই মেশিন সঙ্গীত ব্যান্ড'-এর থিম সং। বন্ধুরা, একজন বৃদ্ধ, একজন স্কুলের ছোট মেয়ে, একজন বেকার ছেলে, একজন প্রেম-হারা মেয়ে--তারা কি একটি ভালো সঙ্গীত ব্যান্ড গঠন করতে পারে? এই চলচ্চিত্রে এর উত্তর হল 'হ্যাঁ'। আর এর একমাত্র কারণ হল তাদের প্রত্যেকের মনে সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা এবং তীব্র আবেগ। চলচ্চিত্রের শেষ দিকে দেখানো হয় যে, তাদের শহরের হাজার হাজার লোক তাদের কনসার্টে এসেছে এবং তাদের সমর্থন দিচ্ছে। খুব মনোমুগ্ধকর একটি চলচ্চিত্র। আচ্ছা, আমরা একসাথে এই চলচ্চিত্রের থিম সং শুনবো। (৩)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'আমি সব কিছুই বুঝতে পারি' নামের একটি গান। গানের কন্ঠশিল্পী হান হুং। হান হুং চীনের খুব বিখ্যাত কন্ঠশিল্পী, গীতিকার, টিভি উপস্থাপিকা, এবং দেশের প্রথম শ্রেণীর অভিনেত্রী। এখন আমরা তার কন্ঠে 'আমি সব কিছুই বুঝতে পারি' গানটি শুনবো। (৪)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম 'অবাধ গান'। গানের কন্ঠশিল্পী হু ক্য। আসলে এই গানটি চীনে খুব জনপ্রিয় একটি পিসি গেইমের থিম সং। আর এই গানের কন্ঠশিল্পী হু ক্য চীনের খুব বিখ্যাত অভিনেতা। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে তিনি অনেক জনপ্রিয়। আচ্ছা, এখন আমরা শুনবো এই সুন্দর গান। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন খুব মনোমুগ্ধকর একটি গান; গানের নাম 'আতশবাজির ধোঁয়া'। গানের কন্ঠশিল্পী হুয়া ছেন ইয়ু। গানের কথা এমন: আকাশে আতশবাজির ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। কেউই বুঝতে পারেনি যে ধোঁয়ার জীবন এত স্বাধীন এবং অবাধ। আচ্ছা শুনুন গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম 'জানালা খোলা'। অনেকেই বলে, যখন জীবন আপনার জন্য দরজা বন্ধ করে দিয়েছে, কোনো একটি জায়গায় আপনার জন্য নিশ্চয়ই একটি জানালা রেখে দিয়েছে। কখনই হতাশ হবেন না। আচ্ছা, শুনুন গানটি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি আরেকটি সুন্দর গান; গানের নাম 'আমরা একই পরিবারের'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040