সহজ চীনা ভাষা-ছোট শামুক(২)
  2018-09-03 15:45:46  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

গত পাঠে আমরা 'ছোট শামুক' পাঠের প্রথম অংশ থেকে আপনাদের কিছু শিখিয়েছিলাম। আজ আমরা এই পাঠের দ্বিতীয় অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য শেখাবো। পাঠের শিরোনাম 'ছোট শামুক'। এর চীনা ভাষা 小蜗牛xiǎo wō niú । বন্ধুরা, এই পাঠের দ্বিতীয়াংশের অর্থ হলো,

ছোট শামুক হামাগুড়ি দিয়ে চলে যায়। তারপর অনেক সময় পর ফিরে আসে। সে বলে, 'মা, স্ট্রবেরি নেই, অনেক মাশরুম আছে, গাছের পাতা সব হলুদ হয়েছে।'

মা শামুক বলে, 'আচ্ছা, এখন শরত্কাল, যাও, কিছু মাশরুম নিয়ে আস।'

ছোট শামুক হামাগুড়ি দিয়ে চলে যায়। এবারও অনেক সময় পর ফিরে আসে। সে বলে, 'মা, মাশরুম নেই, মাটিতে অনেক তুষার, গাছের পাতা সব পড়ে গেছে।'

মা শামুক বলে, 'আচ্ছা, এখন শীতকাল, শীত কাটানোর জন্য তুমি বাসায় থাকো।'

বন্ধুরা, এই পাঠও আপনাদের জন্য কিছুটা লম্বা। কিন্তু, কোনো চিন্তা করবেন না। এই পাঠ থেকে আপনারা কিছু মৌলিক শব্দ শিখলেই হবে।

草莓 cǎo méi স্ট্রবেরি

没有 méi yǒu নেই

已经 yǐ jīng ইতোমধ্যে, already

已经是秋天了 yǐ jīng shì qiū tiān le ইতোমধ্যে শরত্কাল শুরু হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040