অপেক্ষা করুন; যা ধনী মানুষের অভ্যাস!
  2018-09-04 15:31:07  cri

বন্ধুরা, আজ এক চীনা ফ্রিল্যান্স লেখকের প্রবন্ধ আপনাদের জন্য অনুবাদ করেছি। প্রবন্ধের শিরোনাম: 'অপেক্ষা করুন; যা ধনী মানুষের অভ্যাস!'

সাম্প্রতিক মাসগুলোতে, প্রধান কাজের পাশাপাশি আমি পার্ট টাইম চাকরি করেছি। প্রতিদিন অনেক ক্লান্ত লাগে। এমনকি আমি যখন সাবওয়েতে থাকি তখনও আমি কাজ করছি। প্রতিটি মিনিট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বন্ধুরা মন্তব্য করে যে, আমি টাকা ভালোবাসি। হ্যাঁ, আমি তা স্বীকার করি।

আগে, প্রতিটি সময় আমি ছুটিতে থাকতে চাইতাম, যখন আমার বস আমাকে বলেন যে, ওভারটাইম বেতনের দ্বিগুণ, আমি টিকেট এবং হোটেল বাতিল করার সিদ্ধান্ত নেই এবং কঠোর পরিশ্রম করে কাজ শুরু করি। আমি ওভারটাইম কাজ নিশ্চিত করছি, সারা রাত ধরে কাজ করি।

কিন্তু সম্প্রতি আমি শুনেছি, আমার বয়সী এক মেয়ে টানা তিন দিন অপেক্ষা করেছে, সেরিব্রাল রক্তক্ষরণ, হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে সরাসরি প্রবেশ করেছে। চিকিত্সার পর হাসপাতাল ত্যাগ করে। অর্জিত সব অর্থ হাসপাতালে দিতে হয়েছে।

আসলে মেয়েটির গল্প আমার বন্ধু আমাকে ফরোয়ার্ড করেছে। সে বলে যে, এ গল্প শুনার পর প্রথমেই তার আমার কথা মনে হয়েছে। সে মন্তব্য করে যে "আমি সত্যিই তোমার তারিফ করি, ধনী মানুষ হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারো।"

আমার বন্ধুর লাইফস্টাইল আমার চেয়ে আলাদা। তাকে রাত ১০টার মধ্যে ঘুমাতে হয়। মদ্যপান করে না। কেটিভিতে যায় শুধু এক দিন। ওভারটাইম করে রাত ৮টা পর্যন্ত। কাজ করতে হলে পরদিন সকালে উঠতে হয়। কেউ তার ঘুম দীর্ঘ করতে পারে না।

তার মনে একটি কথা ভাসে:- 'আমি দরিদ্র, প্রথমে আমার ঘুম, তারপর কাজ।

সে কি সত্যিই দরিদ্র? অবশ্যই না।

আসলে সব বন্ধুদের মধ্যে সে সবচেয়ে ধনী। দরিদ্র মানুষ নিজেদের আনন্দ দিতে জানে। কুচক্র দরিদ্র মানুষকে আরো দরিদ্র বানায়।

শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা আমরা অনেকবার শুনেছি। কিন্তু দ্রুত ভুলে যাই। আর মানুষের দীর্ঘ অপেক্ষার কারণগুলোও ভিন্ন।

যদি বিছানায় যাওয়ার আগে একটি চমৎকার উপন্যাস দেখে, সাধারণত অধিকাংশ মানুষ থামাতে পারবে না। যদি বন্ধুদের সাথে পার্টিতে মজা করে, অল্প মানুষ পার্টি শেষের আগে বের হতে পারে। কিন্তু তার ফলাফল কী?

সবচেয়ে মূল্যবান সময় অপচয় করা হয়।

চারপাশে তাকিয়ে দেখুন। যারা বেশি অর্থ উপার্জন করেছে, তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে পছন্দ করেন না। কোনো কিছুতে তারা দেরি সহ্য করে না।

কারণ সহজ। শেষ পর্যন্ত অপেক্ষা করলে মানুষ মূঢ় হবে।

ভেবে দেখুন, দেরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে, আপনি যথাযথ জিনিসটি নাও পেতে পারেন! আবেগ নিয়ে অস্থির হতে পারেন এবং আপনার ক্ষোভ বেশি হবে। কখনও কখনও কাজটি কষ্টকর মনে হয়; কিছু লোক ওভারটাইম কাজ করবে, কাজ শেষ না হলে প্রতিদিন তারা রাত জাগবে। কিন্তু ফলাফল সবসময় প্রত্যাশার বিপরীত হয়।

দেরি হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরিদ্র মানুষের চিন্তা। দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা চিন্তা করলে দেরি হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না।

সাংস্কৃতিক খবর পর্ব।

'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট মেধাস্বত্ব-বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন ২৮ অগাস্ট বেইজিংয়ে শুরু হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

বাণীতে সি চিন পিং বলেন, চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে এবং এ-সংশ্লিষ্ট সহযোগিতায় সাফল্যও অর্জিত হয়েছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও ভাগাভাগির ভিত্তিতে 'এক অঞ্চল, এক পথ'-কে শান্তির পথ, সমৃদ্ধির পথ, উন্মুক্ত পথ, উদ্ভাবনের পথ এবং সংস্কৃতির পথে উন্নীত করতে আগ্রহী।

সি চিন পিং জোর দিয়ে বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব অনেক। চীন আইনানুসারে সব শিল্পপ্রতিষ্ঠানের মেধাস্বত্ব সংরক্ষণ করবে। চীন আশা করে, সম্মেলনের মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ জোরদার হবে, সহযোগিতা সম্প্রসারিত হবে, এবং বিভিন্ন দেশের জনগণের আরও কল্যাণ হবে।

###

সম্প্রতি বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপনের পঞ্চম বার্ষিকীতে এক আলোচনাসভার আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে সি চিন পিং জোর দিয়ে বলেন, যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করা বিশ্বের পরিচালনা-ব্যবস্থার সংস্কারের চাহিদা এবং অভিন্ন ভাগ্যের কমিউনিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার সাথে সঙ্গতিপূর্ণ। সকলের উচিত সংলাপ ও সমন্বয় জোরদার করা; সহযোগিতার ভিত্তিতে অভিন্ন কল্যাণ সৃষ্টি করা; পারস্পরিক বিনিময় ও যোগাযোগ বজায় রাখা; পারস্পরিক রাজনৈতিক আস্থা, আর্থিক সহযোগিতা ও মানবিক বিনিময় জোরদার করা; 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের কাজে গতি সঞ্চার করা; এবং যৌথভাবে মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা।

####

২০১৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তান ও ইন্দোনেশিয়া সফরকালে আলাদাভাবে 'রেশমপথ অর্থনৈতিক এলাকা' এবং 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন। এই পর্যন্ত বিশ্বের শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা সক্রিয়ভাবে এ-প্রস্তাবকে স্বীকৃতি দিয়েছে এবং এটি বাস্তবায়নে কাজ করছে। চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্যের পরিমাণ ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং পারস্পরিক সরাসরি বৈদেশিক পুঁজি বিনিয়োগের পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তা ছাড়া, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোতে ২ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

###

বিদেশ-ফেরত-চীনাদের দশম জাতীয় প্রতিনিধি সম্মেলন ২৯ অগাস্ট বেইজিংয়ে শুরু হয়। প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনা নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিপিসি'র রাজনৈতিক পলিট ব্যুরো'র স্থায়ী সদস্য চাও লে জি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, দেশ পুনর্গঠনে প্রবাসী চীনারা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি এবং নবায়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, সিপিসি'র ঊনবিংশ জাতীয় প্রতিনিধি সম্মেলনে উত্থাপিত সার্বিকভাবে সচ্ছল সমাজ নির্মাণ ও সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ নির্মাণের নতুন পরিকল্পনা বাস্তবায়ন হল সকল চীনা মানুষের অভিন্ন লক্ষ্য। তিনি আশা করেন, বিদেশ থেকে দেশে ফিরে-আসা-চীনারা মাতৃভূমির উন্নয়নের লক্ষ্যে বরাবরের মতোই কাজ করে যাবেন।

বন্ধুরা, সাংস্কৃতিক খবর পর্ব এখানে শেষ।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ান। (জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040