২০২২ সালের আগে মহাকাশে মানববাহী নভোযান পাঠাবে ভারত
  2018-08-30 16:23:30  cri
অগাস্ট ৩০: ভারত ২০২২ সালের আগেই নিজস্ব মানববাহী নভোযান মহাশূন্যে পাঠাবে। নভোযানে থাকবে তিন জন নভোচারী। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা গত মঙ্গলবার এই তথ্য জানায়।

সংস্থার তথ্যানুসারে, নভোচারীরা মহাকাশে ৫ থেকে ৭ দিন থাকবেন এবং সংশ্লিষ্ট বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর পর পৃথিবীতে ফিরে আসবেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ অগাস্ট দেশটির স্বাধীনতা দিবসের বক্তৃতায় বলেছিলেন, ভারত ২০২২ সালের আগে মানববাহী নভোযান মহাকাশে পাঠাবে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040