সুরের ধারায়---সামার লিমিটেড
  2018-08-30 16:00:33  cri



চীনে গরমকাল প্রায় শেষ হয়ে এসেছে। গরমকালের সঙ্গে জড়িত আপনার বিশেষ কোনো স্মৃতি আছে কি? নিশ্চয়ই অনেকের ছোট-বড় কিছু স্মরণীয় ঘটনা আছে, তাইনা? কোনো কোনো ঘটনা বা জিনিস শুধু গরমকালেই দেখা যায়। গরমকাল শেষ হলে তা আর দেখা যায় না। মনে হয়, এমন ঘটনাগুলো বেশ স্মরণীয়। চীনারা এমন ঘটনাকে 'সামার লিমিটেড' বলে থাকে। আজকের অনুষ্ঠানে আমরা 'সামার লিমিটেড' সম্পর্কিত কিছু গান শুনবো।

কোনো কোনো কাজ শুধু গরমকালে করা যায়। কোনো কোনো খাবার শুধু গরমকালেই খেতে মজা। সাগরে সাঁতার কাটা, তরমুজ ও আইসক্রিম খাওয়া গরমকালেই বেশি আনন্দদায়ক। গ্রীষ্মের অসহ্য গরমে এসব জিনিস ও ব্যাপার বেশ প্রশান্তি দেয়। আসলে 'সামার লিমিটেড' বিরল বা মূল্যবান কোনো জিনিস নয়। তবে তা সাধারণ জীবনকে রঙিন করে দেয়।

'সামার লিমিটেড' ধারণাটি আসলে জাপান থেকে এসেছে। জাপানিরা তাজা খাবার কেনাকে বেশ গুরুত্ব দেয়। ভালো জাপানি খাবার সবচেয়ে তাজা ও ভালো মৌসুমি উপাদান দিয়ে তৈরি হয়। গরমকালে খাদ্য উপাদান সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই জাপানে অনেক 'সামার লিমিটেড' খাবার পাওয়া যায়। ধীরে ধীরে 'সামার লিমিটেড' শুধু খাবার নয়; পোশাক শিল্প, অ্যানিমেশন শিল্পসহ বিভিন্ন শিল্পে ঢুকে পড়েছে। এক ধরনের 'সামার লিমিটেড' সংস্কৃতির উদ্ভব হয়েছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত ও সুন্দর জিনিসের প্রতি মানুষের বিশেষ ভালোবাসা ও মূল্যায়ন প্রতিফলিত হয়েছে।

জাপানে 'সামার লিমিটেড' নিয়ে বিশেষ এক অনুষ্ঠান প্রচলিত আছে। সেটি হলো আতশবাজি উত্সব। গরমকালে জাপানের বিভিন্ন শহরে বড় ধরনের আতশবাজি উত্সব হয়। এটি জাপানি সংস্কৃতির একটি অংশ। বিভিন্ন দেশের পর্যটকরাও এসময় জাপানে গিয়ে চমত্কার এ অনুষ্ঠান উপভোগ করে। আতশবাজি রাতের আকাশে মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে তার সৌন্দর্য মানুষের মনে থেকে যায় দীর্ঘদিন। এটি হলো 'সামার লিমিটেড', আর এ 'সামার লিমিটেড' অভিজ্ঞতা মনে থাকে চিরকাল।

অনেক সময় 'সামার লিমিটেড' পাওয়া কঠিন হয়ে ওঠে। সৌভাগ্যের পাশাপাশি কিছুটা চেষ্টাও করতে হয়। যেমন, কোনো তাজা উপাদান খেতে চাইলে, সঠিক সময় জেনে নিজে জমি বা পাহাড়ে খুঁজে বের করতে হয়। খাবারের পাশাপাশি কোনো 'সামার লিমিটেডে'র অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনাকে পরিশ্রম করতে হবে। যেমন, বিরল উল্কাবৃষ্টি দেখা। যদি রাতে থাকার কষ্ট না করেন, শহর থেকে দূরে খোলা জায়গায় না যান, তাহলে উল্কাবৃষ্টির সময় ও দিক জানলেও তা দেখতে পাবেন না!

বিভিন্ন পোশাক, ব্যাগ, প্রসাধনী ব্র্যান্ড মাঝে মাঝে 'limited edition' প্রকাশ করে। এসব 'limited edition'-এর দাম সাধারণ পণ্যের চেয়ে অনেক বেশি হলেও মানুষ তা কিনতে চায়। 'লিমিট' বা 'সীমিত' মানেই যেনো মূল্যবান। কারণ তা সহজে পাওয়া যায় না। জীবনেও অনেক 'লিমিট' বা সীমাবদ্ধতা আছে। অনেক কিছুই আর ফিরে আসে না। যেমন যৌবন! যাদের বয়স হয়েছে, তারা আর যৌবনে ফিরে যেতে পারবেন না। অনেকেই 'সামার লিমিটেড' ফিরে পাবেন না।

তাহলে, আগামী 'সামার লিমিটেড' ধরার চেষ্টা করুন।

প্রতিটি 'গরমকালের লিমিট' উপভোগ করা খুব সৌভাগ্যের বিষয়। অনুষ্ঠান শেষে আমরা চীনের বিখ্যাত গায়িকা থিয়ান ফু চেনের গান 'ছোট সৌভাগ্য' শুনবো। আশা করি প্রত্যেকেই জীবনের ছোট সৌভাগ্যগুলো ধরতে পারবেন। প্রতিটি 'গরমকালের লিমিট' পরবর্তীতে মিস করবেন না।

 

(তুহিনা/তৌহিদ)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040