ঢাকায় বাংলাদেশের নারী উদ্যোক্তা সমিতি ও খুনমিং নারী ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠক
  2018-08-30 15:15:31  cri

অগাস্ট ৩০: খুনমিং নারী ফেডারেশন প্রতিনিধিদল গতকাল (বুধবার) ঢাকায় বাংলাদেশের নারী উদ্যোক্তা সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। তারা নারী উদ্যোক্তাদের সম্মুখীন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

জানা গেছে, খুনমিং নারী ফেডারেশন বাংলাদেশের ক্ষুদ্রঋণ অ্যালায়েন্সসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সাংস্কৃতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও নারী বিষয় নিয়ে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। ২০১৫ সাল থেকে দু'পক্ষের আদানপ্রদান শুরু হয়।

তাছাড়া, খুনমিংয়ে অধ্যয়নরত ২০ জনেরও বেশি বাংলাদেশি ছাত্রী খুনমিং নারী ফেডারেশনের সমর্থনে সেখানকার নারী ব্যবসা উদ্যোগ প্রকল্পের আওতায় প্রযুক্তিগত ও আর্থিক বিষয়ে সমর্থন পেয়ে নিজের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান শুরু করেছে।

বাংলাদেশের নারী উদ্যোক্তা সমিতির চেয়ারপার্সন নাসরিন ফাতেমা আউয়াল বলেন, তাদের সমিতিতে এ পর্যন্ত ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানের নারী সদস্য ৫ হাজারেরও বেশি। প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিজের প্রতিষ্ঠান শুরু করার জন্য সমর্থন দেয় তাদের সমিতি। অনেক সাফল্য অর্জিত হলেও তাদের এখনো আর্থিক অভাব, সংশ্লিষ্ট সমিতির সমর্থনের অভাব ও অর্থ সংগ্রহ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খুনমিংয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চালিয়ে তাদের সমস্যা সমাধানের আশা রয়েছে তাদের।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040