বিমস্টেকের ১৬তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন নেপালে অনুষ্ঠিত
  2018-08-30 14:04:39  cri
অগাস্ট ৩০ দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিকাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশন (বিমস্টেক)-র ১৬তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (বুধবার) নেপালে অনুষ্ঠিত হয়।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিয়াওয়ালি সম্মেলনে সভাপতিত্ব করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বিমস্টেকের মহাসচিবের রিপোর্ট এবং সংস্থাটির ১৯তম উচ্চপদস্থ কর্মকর্তাদের রিপোর্ট শোনেন। তা ছাড়া, সম্মেলনে বিমস্টেকের চতুর্থ শীর্ষসম্মেলনের প্রস্তুতিমূলক কাজ সংক্ষেপে তুলে ধরা হয় এবং চতুর্থ শীর্ষসম্মেলনের কাঠমান্ডু ঘোষণার খসড়া প্রস্তাবসহ বিভিন্ন দলিল স্বাক্ষর করা হয়।

গিয়াওয়ালি বলেন, বঙ্গোপসাগরের দেশগুলোর ভৌগলিক নৈকট্যতা আছে। একে অপরের বিনিময়ের ইতিহাস সুদীর্ঘকালের এবং উন্নয়নের পুরোপুরি সম্ভাবনাও আছে। বিভিন্ন দেশের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের সহযোগিতা জোরদার করা এবং অঞ্চলের আন্তঃযোগাযোগ, পর্যটন, জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন বেগবান করা উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন।

'শান্তিপূর্ণ, সমৃদ্ধি ও টেকসই বঙ্গোপসাগর অঞ্চল' এই প্রতিপাদ্য হিসেবে বিমস্টেকের চতুর্থ শীর্ষসম্মেলন ৩০ অগাস্ট শুরু হবে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040