'স্টেরি আকাশ'
  2018-08-29 19:56:37  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমে শুনুন 'প্রজাপতি ও ফুল' শীর্ষক একটি সুন্দর গান। (১)

বন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, তার নাম 'স্টেরি আকাশ'। গানটি গেয়েছে সঙ্গীতব্যান্ড 'নিউ নাই খা ফেই'। ব্যান্ডের নামটির বাংলা অর্থ 'দুধ ও কফি'। ব্যান্ডটি গঠিত হয় ২০০৪ সালে। ২০০৫ সালে এর প্রথম গান 'lasia' প্রকাশিত হয়। তখন থেকে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করে। আচ্ছা, শুনুন 'স্টেরি আকাশ'। (২)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'নিউ নাই খা ফেই'-এর আরেকটি গান; গানের নাম 'বড় হয়ে একাকী লাগছে'। বন্ধুরা, আপনাদের এমন অনুভূতি আছে কি? বড় বেড়ে গেলে ভালো বন্ধুর সংখ্যা কমতে থাকে। কখনও কখনও মানুষ একেবারে একা হয়ে যায়। শুনুন গানটি। (৩)

এখন শুনুন নিউ নাই খা ফেই-এর গাওয়া আরেকটি মধুর গান; গানের নাম 'বিদায়, গতকাল'। হ্যাঁ, সবসময় আগের কথা স্মরণ করলে মানুষ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে? অবশ্য আগের সুন্দর মূহুর্ত মনে রাখতে হয়; যা আসলে আমাদের সামনে যাওয়ার শক্তি। আচ্ছা, শুনুন গানটি। (৪)

বন্ধুরা, এখন শুনুন একটি খুব মিষ্টি প্রেমের গান; গানের নাম 'শুধুই তুমি থাকলে'। হ্যাঁ, জীবনের কঠিন সময়ে প্রিয় মানুষ কাছে থাকলে সে-সময় অতিক্রম করা সহজতর হয়। ...তুমি থাকলে সবকিছুই ঠিক হয়ে যাবে; তুমি থাকলে আমি নিজেও আরো সাহসী হই.... (৫)

শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'একসঙ্গে বুড়ো হবো' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী সুয়েই খাই ছি, ছেন ই হান, ও ইয়াং জি শান। এই তিন জন কন্ঠশিল্পী আসল জীবনেও খুব ঘনিষ্ঠ এবং পরস্পরের ভালো বন্ধু। বলা যায়, গানটি তাদের মনের কথা বর্ণনা করেছে। তিন জন সুন্দর মেয়ে বুড়ো বয়সেও একসাথে থাকতে চায়। গানের মূল কথা এটা। আচ্ছা, শুনুন গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম 'আমাকে জানাবে'। গানের কন্ঠশিল্পী সুয়েই খাই ছি। তিনি চীনের হংকং-এর অন্যতম শ্রেষ্ঠ কন্ঠশিল্পী, গীতিকার এবং অভিনেত্রী। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে তিনি অনেক জনপ্রিয়। তার চেহারা সুন্দর, কন্ঠও অনেক মিষ্টি। আচ্ছা, এখন শুনুন তার কন্ঠে 'আমাকে জানাবে' গানটি। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি মিষ্টি গান; গানের নাম 'শাংহাই-এর এক রাস্তার ১৮ নম্বর'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040