১ সেপ্টেম্বর থেকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ
  2018-08-29 19:23:34  cri
নির্বাচনের আগে ১ সেপ্টেম্বর থেকে আবারো শুরু হচ্ছে ১০ টাকা কেজিতে সরকারের চাল বিতরণ কর্মসূচি। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বুধবার খাদ্য ভবনে এক মতবিনিময় সভায় এ কথা জানান।

মন্ত্রী জানান, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস চলবে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিতরণ। প্রতি কার্ডধারী প্রতিমাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন। এ হিসেবে ৫০ হাজার কার্ডধারীর মধ্যে তিন মাসে বিক্রি করা হবে সাড়ে চার লাখ টন চাল। চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040