বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-08-29 19:21:41  cri
বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন-বা বিমসটেক। কাঠমান্ডুতে চতুর্থ সম্মেলনে এর নেতারা বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও সন্ত্রাস দমনে একযোগে কাজ করার উপায় নিয়ে আলোচনা করবেন। সম্মেলনে স্বাগত ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবেন শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেই বৈঠক করবেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040