কন্ঠশিল্পী লিউ লি ইয়াং
  2018-08-28 19:49:28  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

আজের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের একজন শ্রেষ্ঠ কন্ঠশিল্পী লিউ লি ইয়াং-এর পরিচয় দেবো এবং তার কন্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো। প্রথমে শুনুন তার গাওয়া 'টিয়ামো' ( 'tiamo') নামক গানটি।(১)

লিউ লি ইয়াং এর ইংরেজি নাম জেনো লিউ। ১৯৮২ সালের ২৪ অক্টোবর বেইজিংয়ে তার জন্ম। তিনি চীনের পপ সঙ্গীতজগতের বিখ্যাত কন্ঠশিল্পী এবং একজন অভিনেত্রী। এখন শুনুন তার আরেকটি গান; গানের নাম 'ভলিবল খেলোয়াড়'। (২)

২০০৬ সালে তিনি চীনের খুব বিখ্যাত দেশব্যাপী এক সঙ্গীত প্রতিযোগিতা 'সুপার গোল'-এর তৃতীয় পুরস্কার পেয়ে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন। ২০০৭ সালে তার প্রথম গান 'পুতুল' রিলিজ হয় এবং এর জন্য লিউ লি ইয়াং সিংগাপুরের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জেতেন। প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিউ লি ইয়াং-এর গাওয়া আরেকটি গান; গানের নাম: আকাশের তারা। (৩)

২০০৮ সালে তিনি একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং প্রথম অ্যালবাম 'আমি তো এই রকম' প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য লিউ লি ইয়াং চীনের পপ সঙ্গীতে শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান। এখন শুনুন লিউ লি ইয়াং-এর আরেকটি গান; গানের নাম 'বৃষ্টি' ।(৪)

২০০৯ সালে তার আরেকটি অ্যালবাম 'লিউ লি ইয়াংকে পাঠান' প্রকাশিত হয়। ২০১১ সালে তার তৃতীয় অ্যালবাম 'যাত্রা-হৃদয়ের গান' বাজারে আসে। বন্ধুরা, এখন শুনুন লিউ লি ইয়াং-এর কন্ঠে 'আলোর জন্য কাজ' গানটি। (৫)

২০১৩ সালে লিউ লি ইয়াং টিভি-নাটকের অভিনয় শুরু করেন। তিনি একটি রূপকথাভিত্তিক টিভি-নাটক 'দেবতার খোঁজে'-তে অভিনয় করেন। ২০১৪ সালে লিউ লি ইয়াং তার প্রথম ইংরেজি গান 'see you free' প্রকাশ করেন। ২০১৭ সালে তার পঞ্চম অ্যালবাম 'কলম্বাসের নিয়ম' রিলিজ হয়। বন্ধুরা, এখন শুনুন লিউ লি ইয়াং-এর গাওয়া আরেকটি গান; গানের নাম 'আমাকে একটি যুক্তি দাও'। (৬)

লিউ লি ইয়াং সেনা-পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ অনেক বেশি ছিল। ২০০১ সালে যখন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী, তখন তিনি ব্রিটেনে গিয়ে লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। বন্ধুরা, এখন শুনুন লিউ লি ইয়াং-এর আরেকটি গান; গানের নাম 'তোমার চেহারা'। (৭)

২০০৪ সালে ব্রিটেনে লেখাপড়া শেষে তিনি দেশে ফিরে আসেন। তখন চীনে দেশব্যাপী সঙ্গীত প্রতিযোগিতা 'সুপার গোল' চলছিল। তিনি এতে অংশ নেন। ২০০৬ সালে তিনি সুপার গোল-এর কুয়াং চৌ শাখার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এর ফলে তিনি দেশের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন। অবশেষে তিনি সেই বছর সুপার গোল প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার লাভ করেন। এখন শুনুন লিউ লি ইয়াং-এর গান: তোমার গান। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040