চীন সরকারের বৃত্তি পেয়ে এ বছর পড়তে আসছে ১৬০ জন নেপালি শিক্ষার্থী
  2018-08-28 10:22:00  cri
অগাস্ট ২৮: ২০১৮ সালে চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত ১৬০ জন নেপালি ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠান গতকাল (সোমবার) কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। তারা চীনে সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল ও ব্যবসা প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে লেখাপড়া করবেন।

নেপালের শিক্ষামন্ত্রী গিরি রাজ মনি পোখরেল অনুষ্ঠানে বলেন, শিক্ষা হলো মৈত্রীর সেতু এবং বিশ্বকে পরিবর্তনের শক্তি। চীন দীর্ঘকাল ধরে নেপালি ছাত্রছাত্রীদেরকে অধ্যয়নের সুযোগ দিয়ে আসছে এবং নেপালের উন্নয়নে মূল্যবান ধীশক্তি প্রশিক্ষণ দিচ্ছে। যা নেপালে কর্মচ্যুতির হার কমানো এবং অর্থনীতির উন্নয়ন বেগবানে অবদান রেখেছে।

অনুষ্ঠানে সেদেশে চীনা রাষ্ট্রদূত ইউ হোং বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬৩ বছরের মধ্যে চীন ও নেপালের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নয়ন হয়। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে দু'দেশের সহযোগিতা আরো বেশি সুযোগের সম্মুখীন হচ্ছে। তরুণদের বিনিময়ের আরো বিশাল মহাকাশ আছে। চীনে অধ্যয়নরত নেপালি ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে দু'দেশের সম্পর্কের বেগবানকারী হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের শেষ দিক পর্যন্ত চীনে অধ্যয়নরত নেপালি ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬৪০০ জন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040