জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত
  2018-08-27 19:24:30  cri
প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলাম। বাঙালি জাতি প্রেম আর দ্রোহের ভাষা খুঁজে পেয়েছে বিদ্রোহী এই কবির কাছে।

সোমবার ৪২তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে বাংলাদেশের মানুষ। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নেয়। এ সবের মধ্যে ছিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। এ সময় কবির স্বজন ও বিশিষ্টজনেরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল চর্চার ওপর গুরুত্ব দেন। বিকালে জাতীয় জাদুঘরে নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট। এছাড়া বেতার-টিভি অনুষ্ঠানমালার আয়োজন করে।

মাহমুদ হাশিম, থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040