আজকের টপিক--ক্রীড়াবিদ অকসানা চুসোভাতিনা
  2018-08-27 15:10:41  cri


২০১৮ এশিয়ান গেমস বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হচ্ছে। ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় সাড়ে নয় হাজার ক্রীড়াবিদ এবারের গেমসের অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায়ে ক্রীড়াবিদরা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

গত সপ্তাহে জিমন্যাস্টিকস প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে চীন মোট ১৪টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জয় করে প্রথম স্থান দখল করেছে। তবে আজকে আমরা চীনের পারফরমেন্স নিয়ে আলোচনা করবো না, বরং উজবেকিস্তানের এক মহান ক্রীড়াবিদ অকসানা চুসোভাতিনার কথা বলবো। গত সপ্তাহের ওমেন ভল্ট (women Vault) প্রতিযোগিতায় তিনি রৌপ্যপদক জয় করেছেন। এখন তাঁর বয়স ৪৩ বছর! চুসোভাতিনা শুধু একজন মহান ক্রীড়াবিদই তা নয়, ব্যক্তিগত জীবনে তিনি একজন মা। আজকের অনুষ্ঠানে আমরা চুসোভাতিনার কথা বলবো।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040