ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  2018-08-26 19:08:13  cri
ঈদের ছুটির পর রোববার প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা সরকারের উন্নয়ন কর্মসূচি ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সরকার সব দলের অংশগ্রহণ চায়। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন থেমে থাকবে না। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে পারবে না তারা। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের প্রতিটি অঞ্চল সড়ক যোগাযোগের আওতায় আনতে পেরেছে সরকার। আর এখন সারাদেশে বিদ্যুতায়ন করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে উন্নয়ন করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ধারা অব্যাহত থাকবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040