রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ান: জাতিসংঘ মহাসচিব
  2018-08-26 19:06:49  cri
রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীকে একযোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের একবছর পূর্তিতে এক টুইট বার্তায় এ আহ্বান জানান তিনি। গতমাসে বাংলাদেশ সফর এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের কাছ থেকে যে মর্মান্তিক নির্যাতনের কথা তিনি শুনেছেন তা কখনো ভুলবেন না। এদিকে, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এক বিবৃতিতে বলেছেন, রোহিঙ্গারা নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং এই নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040