রোহিঙ্গা সংকটের এক বছর, প্রত্যাবাসনে অগ্রগতি নেই
  2018-08-25 18:57:06  cri
চলমান রোহিঙ্গা সংকটের এক বছর পূর্ণ হয়েছে ২৫ আগস্ট। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে গত বছরের এ দিন থেকে দলে দলে রোহিঙ্গারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে।

গত এক বছরে প্রায় সাত লাখ নতুন রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। নিজেদের ক্ষতি মেনেই মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। সে জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা জুটেছে। রোহিঙ্গাদের দুর্দশা নিজেদের চোখে দেখতে কক্সবাজারে ছুটে এসেছেন জাতিসংঘ মহাসচিব, ভ্যাটিকানের পোপ, বিশ্বব্যাংক প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। আন্তর্জাতকি চাপে বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাস চুক্তি করলেও এখনো রোহিঙ্গা প্রত্যাবসানে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040