বেইজিং আন্তর্জাতিক গ্রন্থমেলা শুরু
  2018-08-23 13:58:06  cri

অগাস্ট ২৩: গতকাল (বুধবার) বেইজিংয়ের সুনই জেলায় আন্তর্জাতিক গ্রন্থমেলা শুরু হয়েছে। একই দিন কুয়াংসি নর্মাল বিশ্ববিদ্যালয় প্রকাশনালয়ের 'বিদেশ গমন' প্রকল্প 'শিল্পকলার সেতু'সংক্রান্ত সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। 'শিল্পকলার সেতু' হচ্ছে শিল্পকলা ও নকশার আন্তর্জাতিক প্রচারসংক্রান্ত একটি প্রকল্প। এর লক্ষ্য- চীনের নকশা, চীনের শিল্পী, চীনের প্রকাশনা বিশ্বে প্রচার করা।

বুধবার প্রকাশিত 'শিল্পকলা সেতু ২০১৯'-এর তালিকায় শাংহাইয়ের শিল্পখাতের নকশা, আধুনিক মৃৎশিল্পী পাই মিং, আন্তর্জাতিক স্থপতি জাং ইয়ুং হ্য অন্তর্ভুক্ত রয়েছে। আসন্ন ফ্রাঙ্কফুর্ট গ্রন্থমেলায় 'শিল্পকলার সেতু'সংক্রান্ত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে বেইজিং আন্তর্জাতিক গ্রন্থমেলায় কুয়াংসি নর্মাল বিশ্ববিদ্যালয় প্রকাশনালয় 'বিদেশে গমন' নীতির আলোকে 'শিল্পকলার সেতু' কর্মসূচি উন্মোচন করে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040