সুরের ধারায়--তারা
  2018-08-23 08:57:42  cri


বন্ধুরা, আপনারা কি তারা পছন্দ করেন? রাতের তারকাময় আকাশ কি দেখেছেন? তারা সূর্যের তুলনায় বেশি উজ্জ্বল নয়, তবে অন্ধকার আকাশে দিক নির্দেশনা দিতে পারে। আজকের অনুষ্ঠানে আমরা তারা সম্পর্কিত কিছু গান শুনবো।

তারা সবসময় অন্ধকারের নির্দেশক হিসেবে বিবেচিত হয়, রাতে পথ দেখাতে পারে, বিভ্রান্ত লোকদের আস্থা দিতে পারে। অনুষ্ঠানের শুরুতে শুনুন চীনের খুব জনপ্রিয় একটি গান 'রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা', গেয়েছে ব্যান্ড দল 'escape plan'। গানের কথায় বলা হয়, "রাতে সবচেয়ে উজ্জ্বল তারা, তুমি কি শুনতে পারো আমার দীর্ঘশ্বাস? তুমি কি জানো, এক সময়ে আমার সাথের লোক এখন কোথায় যায়? যখন আমি জীবনের অর্থ খুঁজে পাই না, যখন অন্ধকারে পথ হারিয়ে যায়, তখন আকাশে সেই সবচেয়ে উজ্জ্বল তারা আমাকে নির্দেশনা দেয়....."

শান্ত সুরের সঙ্গে গানটি লোকদের মনে শক্তি দেয়। বন্ধুরা, এখন চীনা গান 'রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা' শুনবো।

তারা অনেক সুন্দর হলেও স্পর্শ করা যায় না। তবে এতে তারার প্রতি মানুষের মনের পছন্দে কোনো প্রভাব পড়ে না। আপনার জীবনে কি এমন কেউ আছে? নক্ষত্রের মতো দূর থেকে উজ্জ্বলতা ছড়ায়? আপনি তাকে অনেক ভালোবাসা ও সম্মান করলেও জীবনে তাকে কাছে পাবার সুযোগ নেই, তবুও তাকে ভাবলে আপনি শক্তি পান, তার আলো আপনাকে পথ দেখায়, আপনাকে আলোকিত করে! চীনা গায়িকা ছেন লির গান 'দূরের তারা'তে তাই বলা হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি।

এবার আমরা শুনবো '৬১২ প্ল্যানেট', গেয়েছে চীনের বিখ্যাত ব্যান্ড 'এসএইচই'। গানটি ফ্রান্সের বিখ্যাত রূপকথা-চলচ্চিত্র 'লিটল প্রিন্স' অবলম্বনে রচিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র 'লিটল প্রিন্স' ৬১২ নামক একটি প্ল্যানেটের একমাত্র বাসিন্দা। এটি তার মহাকাশে একলা ভ্রমণ ও বন্ধুত্বের গল্প।

তারা কখনো নিঃসঙ্গতার সঙ্গে জড়িত। এবারের গানে বলা হয়েছে, নিঃসঙ্গতাকে কোনো ভয় নেই। বিশ্বাস করুন, এই পৃথিবীতে কেউ একজন ৬১২ প্ল্যানেটে আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, চলুন গানটি শুনি।

মহাবিশ্বে কোন জিনিসটি দীর্ঘদিন ধরে একই রকম আছে? সেগুলো মনে হয় আকাশের নক্ষত্র! অনাদিকাল থেকে এখন পর্যন্ত আমাদের মাথার উপর মিটমিট করে জ্বলছে তারা। তারা পৃথিবী ও মানবজাতির বিভিন্ন পরিবর্তনের সাক্ষী! 'হাজার হাজার বছর' তারার চোখে হয়তো শুধুই এক মুহূর্ত! এই দিক থেকে মানুষ কত ক্ষুদ্র! আর জীবনের বিভিন্ন বাধা বা দুঃখ কত ক্ষুদ্র! বিমর্ষ সময়ে তারকাময় আকাশ দেখুন, মনের বিরক্তি দূর হয়ে যাবে।

আমরা কত সহজেই তারা দেখতে পারি। এটি আসলে খুব ভাগ্যের ব্যাপার। অসীম মহাশূন্যে রয়েছে অগণিত গ্রহ-তারা! তারার আলো হাজার হাজার আলোকবর্ষ ( light year) পার হয়ে পৃথিবীতে এসে আমাদের চোখে পৌঁছায়! এটি কত বিরল ভাগ্যের ব্যাপার, তাইনা বন্ধুরা!

এবারের গানের নাম 'ছায়াপথ'। গেয়েছেন চীনা গায়ক ওয়াং সু লোং। গানে বলা হয়, আমরা যেন ছায়াপথের দুই তারা। অসংখ্য তারার মধ্যে পরস্পরের আলো দেখতে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তাই জীবনের প্রতিটি মানুষ ও প্রতিটি মুহূর্ত মূল্যায়ন করুন। বন্ধুরা, এখন গানটি শুনি।

প্রকৃতির রহস্যময় শক্তি আছে। আপনি কি অনুভব করেন যে, তারকাময় আকাশের দিকে তাকালে মন শান্ত হয়, বিভ্রান্ত সময়ে আস্থা পাওয়া যায়! বন্ধুরা, এবারের গানের নাম 'তারকাময় আকাশে তাকিয়ে'। গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক চাং চে। গানটি শুনে তারকাময় আকাশ কল্পনা করুন তো~

অনুষ্ঠানের শেষে আমরা শুনবো আরেকটি সুন্দর গান 'বুধগ্রহ'। প্রতিটি তারার নিজস্ব আলো আছে। তবে গ্রহের কিন্তু কোনো নিজস্ব আলো নেই। আশা করি আপনারাও তারার মতো নিজের আলো ছড়াতে পারবেন।

(তুহিনা/তৌহিদ)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040