পাকিস্তানের সঙ্গে 'অর্থপূর্ণ ও গঠনমূলক যোগাযোগে'র ইঙ্গিত ভারতের
  2018-08-21 14:05:53  cri
অগাস্ট ২১: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শনিবার পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া এক চিঠিতে তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে 'অর্থপূর্ণ ও গঠনমূলক যোগাযোগে'র ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল (সোমবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর প্রকাশ করেছে।

চিঠিতে মোদি বলেন, পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ ও সুপ্রতিবেশীর সম্পর্ক প্রতিষ্ঠায় ভারত চেষ্টা করছে। একটি সন্ত্রাসমুক্ত দক্ষিণ এশিয়া গঠনে দু'পক্ষের যৌথ প্রচেষ্টার প্রত্যাশাও করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিঠিতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপের কথা উল্লেখ করা হয়েছে। গত ৩০ জুলাই মোদি ইমরান খানকে ফোন করেন ও পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে পিটিআই-এর সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য অভিনন্দন জানান।

গত ১৮ অগাস্ট ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

গত ২৫ জুলাই পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৬ তারিখ রাতে এক ভাষণে ইমরান খান ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মিরসহ বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেন। তিনি আরো বলেন, ভারত যদি আমাদের দিকে এক ধাপ আগাতে চায়, তাহলে আমরা দুই ধাপ আগাতে পারি।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040