সুরের ধারায়-'উষ্ণতা'
  2018-08-22 08:40:41  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, প্রথমে শুনুনু 'তোমাকে ভালোবেসেছি' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী বিওয়াইটু (BY2)(১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'তোমাকে পছন্দ করি' নামের একটি গান; গানের কন্ঠশিল্পী ছেন চিয়ে ই। ছেন চিয়ে ই ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর সিংগাপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় এবং এর মাধ্যমে তার সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই পর্যন্ত তার ১২টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখন শুনুন ছেন চিয়ে ই'র কন্ঠে 'তোমাকে পছন্দ করি' গানটি। (২)

শুনলেন 'তোমাকে পছন্দ করি' নামের গানটি। এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম 'তোমার সঙ্গে'। গানের কন্ঠশিল্পী ওয়াং সিন লিং। প্রিয় বন্ধুরা, অবসরে আপনারা প্রিয় মানুষের সঙ্গে কী কী করতে চান? একসাথে ভ্রমণে যেতে চান? একসাথে একটি চমত্কার সিনেমা দেখতে চান? নাকি শুধুই একসাথে বসে আকাশের তারা দেখতে চান? আচ্ছা, শুনুন গানটি। (৩)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'জন্মস্থান' নামের একটি গান। গানের কন্ঠশিল্পী সুই উই। বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মস্থানের প্রতি আপনাদের ভালোবাসা কি দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে? সম্প্রতি আমি বিদেশ ভ্রমণ করেছি। হ্যাঁ, বিদেশের দৃশ্য অতি সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু যখন জন্মস্থানে ফিরে এসেছি, তখন মনে এতো আনন্দ অনুভব করেছি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আচ্ছা, এখন শুনুন 'জন্মস্থান' নামের গানটি। (৪)

বন্ধুরা, এখন শুনুন কন্ঠশিল্পী সুই উই-এর গাওয়া আরেকটি গান। গানের নাম 'জীবন শুধু চোখের সামনের এইটুকু নয়'। হ্যাঁ, মানুষ সবসময় জীবনের কিছু কঠিনতার জন্য মন খারাপ করে। আসলে আমাদের জীবনে অনেক সম্ভাবনা আছে, যা আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। যদি চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই এই সম্ভাবনা বাস্তবায়িত হবে, তাই না? আচ্ছা, শুনুন গানটি। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সুই উই-এর গাওয়া আরেকটি সুন্দর গান; গানের নাম 'উষ্ণতা'। গানের কথা এমন: আমি ঘরে বসে আমাদের ছবি দেখছি। মন যেন সেই সুন্দর শহরে ফিরে গেছে। তখন আকাশ এতো পরিস্কার, তখন পাহাড় এতো সবুজ! তখন তোমার হাসি এতো উষ্ণ!!

আচ্ছা, বন্ধুরা, শুনুন গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান। গানের নাম 'ছোট পুতুল'। গানটি গেয়েছে সঙ্গীত ব্যান্ড জি রান চুয়ান। জি রান চুয়ান ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। এটি চীনের তাইওয়ানের একটি ব্যান্ড। তাদের গান খুব মনোমুগ্ধকর এবং মিষ্টি। এখন শুনুন তাদের 'ছোট পুতুল' গানটি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি সুন্দর গান, গানের নাম 'হৃদয়ের স্পন্দন'। গানের কন্ঠশিল্পী ছেন চিয়ে ই। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040