সুরের ধারায়-'সেই মেয়ে'
  2018-08-21 09:16:34  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, প্রথমে শুনুনু 'সেই মেয়ে' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী থাও চ্য ও লু কুয়াং চুং।(১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'পরিবর্তন করব না' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী সিয়ে থিয়েন সিয়াও। বন্ধুরা, কেউ কেউ বলেন, মানুষের উচিত সবসময় পরিবর্তনকে গ্রহণ করা; আবার কেউ কেউ বলে, পরিবর্তন ভালো না। আপনার কি মনে হয়? আচ্ছা, এখন শুনুন 'পরিবর্তন করব না' নামের গানটি। (২)

বন্ধুরা, এখন শুনুন 'তোমার মতো' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী চাও তেং খাই। গানের কথা এমন: তোমার মন অসীম সমুদ্রের মতো, আমি তা জানতে পারি না। বৃষ্টি পড়ছে, চার ঋতু মূহূর্তেই চলে যাচ্ছে। আমি শুধু তোমার জন্যই অপেক্ষায় থাকি।

আচ্ছা, শুনুন গানটি। (৩)

প্রিয় শ্রোতাবন্ধুরা, শুনলেন 'তোমার মতো' গানটি। এখন যে-গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'এক শহর, এক বন'। গানের কন্ঠশিল্পী চাও তেং খাই। গানের কথা এমন: পুরো শহরে তোমার স্মৃতি আছে। সেই বন দেখে তোমার মুখ আমার চোখে ভাসে। এই শহরকে আমার ভালোবাসার কথা বলি। এই বনকে আমার মনের কথা বলি। তারা কি তোমাকে জানাবে?

আচ্ছা, শুনুন গানটি। (৪)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি মিষ্টি প্রেমের গান। গানের নাম 'কোনো কারণ নেই, কিন্তু তোমাকে ভালোবাসি'। গানের কন্ঠশিল্পী চু চু আই। হ্যাঁ, ভালোবাসা তো এমন অদ্ভুত জিনিস! এর কোনো কারণ নেই। কেন এই মেয়ে ভালোবাসে, তা বলাআ তার জন্য আসলেই মুশকিল। অথচ তাকে ছাড়া নিজের গোটা পৃথিবী যেন অন্ধ!

আচ্ছা, শুনুন গানটি। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চীনের তাইওয়ানের এক সঙ্গীত ব্যান্ড জি রান চুয়ানের কয়েকটি সুন্দর গান। প্রথমে শুনুন তাদের '৯৯টি অশ্রু' নামে একটি গান। এই ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। যদিও এই পর্যন্ত ব্যান্ডের সদস্যদের মধ্যে একাধিক বার পরিবর্তন এসেছে, তবে এই ব্যান্ডের গানের বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হয়নি। শুনতে খুব মিষ্টি; ভাষা সহজ। আচ্ছা, শুনুন তাদের '৯৯টি অশ্রু' নামের গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন জি রান চুয়ানের আরেকটি গান। গানের নাম 'রাজি হয়েছি'। গানের কথা এমন: আমি রাজি হয়েছি যে, এর পর নিজেই কফি তৈরি করব। আমি রাজি হয়েছি, একাই সিনেমা দেখব। আমি রাজি হয়েছি, একাই বাসে যাতায়াত করব। আমি রাজি হয়েছি, একাই খাবার খাব। কিন্তু আমার মনে সবসময় তুমি থাকবে।

আচ্ছা, শুনুন গানটি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো জি রান চুয়ানের আরেকটি সুন্দর গান, গানের নাম 'আমার মতো মেয়ে'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040