বিশ্ব রোবট সম্মেলন
  2018-08-17 13:45:47  cri
অগাস্ট ১৬: তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন ১৫ অগাস্ট বেইজিংয়ে শুরু হয়। সম্মেলন বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

১৯৫৯ সালে বিশ্বের প্রথম শিল্প-রোবট যুক্তরাষ্ট্রে তৈরি হবার পর থেকে এ-পর্যন্ত বিভিন্ন খাতে রোবটের ব্যাপক ব্যবহার হচ্ছে। রোবট-শিল্পে দ্রুত উন্নতিও লক্ষ্য করা গেছে।

আন্তর্জাতিক রোবট সমিতির পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বিশ্বের রোবট-শিল্পের মূল্য ২৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে, আগের বছরের চেয়ে যা ২০ শতাংশ বেশি। চলতি বছর এ-অংক ৩০০০ কোটি মার্কিন ডলারে দাঁড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। (স্বর্ণা/আলিম)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040