১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণ
  2018-08-16 19:20:10  cri
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকালে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনটি নীরবতা পালন করা হয়। তারপর একে একে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট শহীদ বাবা-মা, ভাইসহ সকল শহীদদের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ঘাতকরা জাতির জনককে হত্যা করেই ক্ষান্ত হয়নি তার পরিবারের সবাইকে হত্যা করে তাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু খুনীদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। খুনীদের বিচার হয়েছে আর বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় আজ কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040