সহজ চীনা ভাষা-'কাক পানি খায়'
  2018-08-16 16:45:37  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

আজ আমরা নতুন একটি পাঠ থেকে কিছু শব্দ ও বাক্য শেখাবো। আজকের পাঠের শিরোনাম 'কাক পানি খায়', আর এর চীনা ভাষা হলো 乌鸦喝水wū yā hē shuǐ। প্রথমে আমরা এই পাঠের অডিওটি শুনবো।

বন্ধুরা, এই পাঠের প্রধান বিষয় হলো, একটি তৃষ্ণার্ত কাকের পানি খাওয়ার গল্প। একটি কাকের পানির পিপাসা লেগেছে। সে পানি খুঁজছে। এমন সময় কাক একটি বোতল দেখতে পায়। বোতলে পানিও আছে! তবে খুব বেশি পানি নেই। বোতলের মুখও অনেক ছোট। কাক পানি খেতে পারে না! এখন কী করা!

কাক দেখে, কাছাকাছি অনেকগুলো ছোট ছোট পাথরের টুকরা পড়ে আছে। কাকের মাথায় এক বুদ্ধি চলে আসে।

কাক একটি একটি করে ছোট পাথর বোতলে ঢুকিয়ে দেয়। এতে বোতলের নীচের পানি ধীরে ধীরে উপরে চলে আসে। অবশেষে কাক পানি খেতে পারে।

বন্ধুরা, এই পাঠ আপনাদের জন্য কিছুটা লম্বা। কিন্তু, কোনো চিন্তা করবেন না। এই পাঠ থেকে আপনারা যদি কিছু মৌলিক শব্দ শিখতে পারেন, তাহলেই চলবে।

বন্ধুরা, এই পাঠের প্রথম বাক্য, 一只乌鸦口渴了yī zhī wū yā kǒu kě le মানে একটি কাকের তৃষ্ণা লেগেছে। এখানে 一只yī zhī মানে একটি, 乌鸦wū yā মানে কাক, তাহলে 一只乌鸦yī zhī wū yā মানে একটি কাক।

口渴kǒu kěমানে তৃষ্ণার্ত

দ্বিতীয় বাক্য: 到处找水喝dào chù zhǎo shuǐ hē

এই বাক্যে 到处dào chù মানে everywhere, সবখানে

找 zhǎo খোঁজা

水shuǐ পানি

喝hē পান করা

তৃতীয় বাক্য:乌鸦看见一个瓶子wūyā kàn jiàn yī gè píng zǐ

看见kàn jiàn দেখা

一个yī gè একটি

瓶子píng zǐবোতল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040