সুরের ধারায়-'তুমি এতো দেরিতে এসেছো!'
  2018-08-17 15:11:42  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, প্রথমে শুনুন 'much love' নামে একটি মধুর প্রেমের গান। (১)

বন্ধুরা, এখন শুনুন 'তুমি এতো দেরিতে এসেছো!' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী আসি এবং লিন ইউ চিয়া। জীবনে আমরা সবসময় বলি, 'ও প্রিয়, তুমি কোথায়? তুমি কেন এখনো আমার জীবনে আসোনি?' হ্যাঁ, আমরা সবাই ভালোবাসার অপেক্ষায় থাকি। আচ্ছা, এখন শুনুন এই মধুর প্রেমের গান। (২)

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান; গানের নাম 'যে ভালোবাসা আমি চাই'। গানের কন্ঠশিল্পী চেং সি। যে ভালোবাসা আমি চাই, তা নির্ভরযোগ্য। যে ভালোবাসা আমি চাই, তা স্থিতিশীল। যে ভালোবাসা আমি চাই, তার ওপর আস্থা রাখা যায়। বন্ধুরা, আপনি কী রকমের ভালোবাসা চান? (৩)

প্রিয় শ্রোতাবন্ধুরা, শুনলেন 'যে ভালোবাসা আমি চাই' নামের একটি গান। এখন শুনুন আরেকটি মিষ্টি গান; গানের নাম 'ফল গাছের প্রেম'। গানের কন্ঠশিল্পী তা নেং রেন। গানের কথা এমন: আমার ফল গাছের প্রেম, শুধুই তোমার সঙ্গে। আমার ফল গানের প্রেম, আমি সবসময় তোমার সঙ্গেই থাকি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভালোবাসা কখনই পরিবর্তন হবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব।

আচ্ছা, শুনুন গানটি। (৪)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান; গানের নাম 'anywhere you go'। গানের কন্ঠশিল্পী কুও কুয়ান থিং। আসলে কুও কুয়ান থিং বিশ্ববিদ্যালয়ে ব্যবসা-প্র্রশাসন নিয়ে পড়েছেন। তবে সঙ্গীতের প্রতি তীব্র ভালোবাসার কারণে তিনি স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন কন্ঠশিল্পী এবং গীতিকার হওয়ার সিদ্ধান্ত নেন। এখন আমরা শুনবো তার কণ্ঠে 'anywhere you go' গানটি। (৫)

বন্ধুরা, এখন শুনুন কুও কুয়ান থিং-এর গাওয়া আরেকটি গান; গানের নাম 'বেইজিংয়ের মেয়ে'। বন্ধুরা, চীন অনেক বড় একটি দেশ। আর উত্তর এবং দক্ষিণ চীনের মানুষের চরিত্রে কিছুটা পার্থক্যও আছে। বেইজিং অর্থাত্ চীনের রাজধানী উত্তর চীনে অবস্থিত। আর বেইজিংয়ের মেয়েদের স্বভাব-চরিত্র খুব ভালো। বেইজিংয়ের মেয়ে মনের মধ্যে কিছু লুকিয়ে রাখবে না, বরং আপনাকে বলে দেবে। খুব সহজ-সরল এরা। আচ্ছা, এখন শুনুন 'বেইজিংয়ে মেয়ে' নামের গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন কন্ঠশিল্পী কুও কুয়ান থিং-এর গাওয়া আরেকটি গানা। গানের নাম 'যেটা নিতে চাও, সেটা নাও'। ভালোবাসা খুব অদ্ভুত জিনিস। প্রিয় মানুষের জন্য যেন সবকিছুই ত্যাগ করা যায় এবং সবকিছুই তাকে দেওয়া যায়। তাই না? আচ্ছা, এখন আমরা শুনবো 'যেটা নিতে চাও, সেটা নাও' নামের গানটি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি মিষ্টি গান; গানের নাম 'তোমাকে আমার গানে লিখব'। আশা করি এই গান আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040