সুরের ধারায়-'এই বিশ্বের আরেক আমি'
  2018-08-16 16:43:20  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, প্রথমে শুনুন 'এই বিশ্বের আরেক আমি' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী আর খ্য। (১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'একা ভালোবাসার গান' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী ছাই চিয়ান ইয়া। বন্ধুরা, এমন একটি কবিতা আছে, এতে লেখা আছে, বিশ্বের সবচেয়ে বেশি দূরত্ব হল আমি ঠিক তোমার সামনেই, তবে তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনতে অনেক কষ্টের, তাই না? 'একা ভালোবাসার গানে' ঠিক এমন অনুভূতি তুলে ধরা হয়েছে, আচ্ছা, একসাথে শুনবো এই প্রেমের গান। (২)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'একাই প্যারিসে যাবো' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী ইং ইউ লিন। বন্ধুরা, সাধারণ লোকজনের মনে, ভ্রমণে নিশ্চয়ই বন্ধু বা পরিবারের সঙ্গে যেতে হয়, একা ভ্রমণ করা একটু একাকী লাগে। আসলে এখন একা ভ্রমণ করা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। একাই যে কোনো স্থানে যাওয়া যায়, অন্যের মতমত বিবেচনা করার দরকার নেই, ঠিক না? আচ্ছা, এখন শুনুন 'একাই প্যারিসে যাবো' নামে গানটি। (৩)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'তোমাকে দ্বিতীয় বারের মত ভালোবাসা বলবো' নামে একটি মধুর গান, গেয়েছেন কন্ঠশিল্পী আর খ্য। যদি তোমার জীবনে এমন একজন আছে, সে তোমাকে খুব ভালোবাসে, সে বার বার তোমাকে ভালোবাসার কথা বলে, সে তোমার জন্য সব কিছুই করতে পারে, তাহলে তুমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হবে, সত্যি বন্ধুরা। এখন শুনুন 'তোমাকে দ্বিতীয় বারের মত ভালোবাসা বলবো' নামে গানটি। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'আমি জানি না বাতাস কোন দিকে যাবে' নামে গানটি। গানের কন্ঠশিল্পী হুয়াই লেই। হুয়াং লেই-এর জন্ম ১৯৭১ সালের ৬ ডিসেম্বর, তিনি চীনের খুব বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, কন্ঠশিল্পী, শিক্ষক এবং লেখক। এখন আমরা শুনবো তার গাওয়া খুব সুন্দর গান 'আমি জানি না বাতাস কোন দিকে যাবে' নামে গানটি। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'যদি তুমি' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী ভান জি ইয়ান। গানের কথা এমন: এখন তুমি কাকে মিষ্টি কথা বলবে। আগে আমরা কত ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু এখন আর তোমাকে দেখতে পারবো না। যদি তুমি আমার কাছে থাকো, তাহলে আমি কত ভাগ্যবান হবো। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, শুনুন 'যদি তুমি' নামে গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'সূর্যের দিন' নামে গানটি। গানের কন্ঠশিল্পী থাং সুই। গানের কথা এমন: সেদিন বিকেল অনেক শান্ত, তুমি কি আমার মনের কথা শুনতে পারো? তোমার মিষ্টি মুখ, আমার মনে এত মনোমুগ্ধকর। তোমার উষ্ণ হাত, আমি ছাড়তে চাই না। আচ্ছা প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন এই গান। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি মিষ্টি গান, গানের নাম 'তোমার জন্য এসেছি'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040