কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা; নিহত ৪৮, আহত ৬৭
  2018-08-16 13:13:11  cri
অগাস্ট ১৬: আফগানিস্তানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল (বুধবার) বিকেলে আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত হামলায় নিহতদের সংখ্যা ৪৮ জনে দাঁড়ায়। এতে আহত হয় ৬৭ জন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল (বুধবার) সিনহুয়া বার্তাসংস্থাকে এ-তথ্য জানান।

কর্মকর্তা আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি কাবুলের পশ্চিমাঞ্চলের ১৮তম পুলিশ জেলায় অবস্থিত। হামলার সময় অনেক শিক্ষার্থী ক্লাস করছিল। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, এ-অঞ্চলের শিয়া মুসলিমদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। এবারই প্রথম আফগানিস্তানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে সরাসরি সন্ত্রাসী হামলা চালানো হল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে, তালিবান এই হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040