অভিবাদনের ধরণ নিয়ে আলোচনা
  2018-08-16 13:43:24  cri

চীনারা যখন একে অপরের সঙ্গে মিলিত হই, তখন বলি 'নি হাও'। আপনি নিশ্চয়ই জানেন, 'নি হাও' মানে: আপনি ভালো। তবে এর প্রচলিত অর্থ আমাদের কাছে: কেমন আছেন? বা, কী খবর? বিশ্বের সব সংস্কৃতির মানুষই কোনো-না-কোনোভাবে একে অপরকে অভিবাদন জানায়। কিন্তু আপনারা জানেন কি, অভিবাদন জানানোর ধরন দেখে একজনের মানসিক অবস্থা বা স্বাস্থ্য সম্পর্কে আন্দাজ করা যায়? আজকের টপিক অনুষ্ঠানে অভিবাদনের ধরণ নিয়ে আলোচনা করেছেন ওয়াং হাই মান ও টুটুল।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040