১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2018-08-15 19:42:10  cri
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। শ্রদ্ধাবনত চিত্তে বাংলাদেশ স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের এ দিনে সেনাবাহিনীর কতিপয় পথভ্রস্ট সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। বিদেশে থাকায় রক্ষা পান তাঁর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হয় শোকাবহ দিনটি। বুধবার ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে মানুষের ঢল নামে ৩২ নম্বরে। পরে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040