চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে চীন: মুখপাত্র
  2018-08-15 19:17:09  cri
অগাস্ট ১৫: চলতি বছরের শুরুতে চীনের নির্ধারিত অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য বাস্তবায়ন করতে সক্ষম হবে বেইজিং। চীন বাণিজ্যযুদ্ধের কুপ্রভাব কাটিয়ে উঠতে পারবে বলেও জানান চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র ছোং লিয়াং। আজ (বুধবার) বেইজিংয়ে এসব কথা বলেছেন তিনি।

ছোং লিয়াং বলেন, চীনের আর্থিক স্থিতিশীলতা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। দেশটির ব্যাপক বাজার ও শক্তিশালী চালিকাশক্তি আছে। এ ছাড়া চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ বাড়াচ্ছে ও সংস্কার গভীর করছে। বলা যায়, চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাব কাটিয়ে ওঠার পর্যাপ্ত শক্তি চীনের রয়েছে।

ছোং লিয়াং আরও বলেন, ভবিষ্যতে চীন স্থিতিশীলতার সঙ্গে বৃদ্ধির নীতিতে অবিচল থাকবে। ইতিবাচক আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রাব্যবস্থা জোরদার করবে, যাতে অর্থনীতির স্থিতিশীলতা ও স্বাস্থ্যকর উন্নতি অর্জন করা যায়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040