চীনের কাননান এলাকার মানুষ স্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে সুখী জীবন লাভ করেছে
  2018-08-15 19:12:19  cri

অগাস্ট ১৫: কানসু, ছিংহাই ও সিছুয়ান তিনটি প্রদেশের সীমান্তে অবস্থিত কানসু প্রদেশের কাননানো তিব্বত জাতির স্বায়ত্তশাসিত বিভাগ। হোয়াংহ্য নদীর উচ্চ অববাহিকার গুরুত্বপূর্ণ জলাধার সংরক্ষণ এলাকা এটি। এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্য দেশের অসংখ্য পর্যটক আকর্ষণ করছে। তবে দীর্ঘসময় মানুষ ও পশুর বসবাসের স্থানীয় পদ্ধতি ও আবর্জনার অব্যবস্থাপনা প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

২০১৫ সাল থেকে, কাননানা অঞ্চলে 'ওয়ান ফর অল পর্যটন ও আবর্জনামুক্ত দৃষ্টান্ত এলাকা' গঠন শুরু হয়। পাশাপাশি প্রতি বছর ৬০টি গ্রাম বাছাই করে পেশাদার দর্শনীয় স্থান তৈরি করা হয়। জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করে কাননানা অঞ্চলের মানুষ পর্যটনের মাধ্যমে দারিদ্র্যমুক্ত লক্ষ্য বাস্তবায়ন করেছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040