সি চিন পিংয়ের দারিদ্র্যমুক্তকরণ সম্পর্কিত মন্তব্য নিয়ে বই প্রকাশিত
  2018-08-15 18:46:11  cri
অগাস্ট ১৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পার্টির ইতিহাস ও উপাত্ত গবেষণা একাডেমি এবং চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচনবিষয়ক কার্যালয়ের যৌথ সম্পাদনায় 'সি চিন পিংয়ের দারিদ্র্যমুক্তকরণ সম্পর্কিত মন্তব্যের উদ্ধৃতাংশ' শিরোনামে বই প্রকাশিত হয়েছে।

এ বইয়ে ৮টি অধ্যায় রয়েছে। এগুলো হলো, দারিদ্র্যবিমোচনের সন্ধিক্ষণে সার্বিক সুষম সমাজ গঠন, পার্টির নেতৃত্বে অবিচল থাকা এবং সংগঠনের নিশ্চয়তা বাড়ানো, সঠিক নীতিমালায় অবিচল থেকে দারিদ্র্যবিমোচনের কার্যকারিতা বৃদ্ধি ও আর্থিক সমর্থন জোরদার, পুরো সমাজে বিভিন্ন মহলের ভূমিকা জোরদার, কঠোর ও আন্তরিকভাবে দারিদ্র্যমোচনের কাজ করা, জনগণকে কেন্দ্র করে অভ্যন্তরীণ চালিকাশক্তি জাগানো এবং দারিদ্র্যমোচনের জন্য হাতে হাত রেখে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040