উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষনেতার বৈঠক আয়োজন ও সফলতা প্রত্যাশা চীনের
  2018-08-15 16:11:16  cri

অগাস্ট ১৫: আগামী সেপ্টেম্বরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষনেতার বৈঠক অনুষ্ঠিত হবে। চীন একে স্বাগত জানায় এবং বৈঠকের সফলতা কামনা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) এ-কথা বলেন।

লু খাং বলেন, দু'পক্ষের চেষ্টার প্রশংসা করে চীন। কোরীয় উপদ্বীপের প্রতিবেশী দেশ হিসেবে চীন দু'পক্ষের সংলাপ বজায় রেখে পানমুনজম ঘোষণা বাস্তবায়ন করা এবং সমঝোতা ও সহযোগিতার অগ্রগতিতে খুব খুশি। মুখপাত্র বলেন, এবারের বৈঠক কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্তকরণ ও রাজনৈতিক পদ্ধতিতে উপদ্বীপের সমস্যা সমাধান প্রক্রিয়া এগিয়ে নিতে পারবে বলে বিশ্বাস করে চীন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040