সুরের ধারায়----'ছি শি' উৎসব
  2018-08-16 09:58:14  cri



সাধারণত প্রতিটি জাতি বা দেশে ভালোবাসা সম্পর্কিত নিজস্ব বিশেষ দিবস বা উত্সব রয়েছে। চীনেরও রয়েছে এমন একটি দিন। আগামীকাল চীনের ঐতিহ্যবাহী ভালোবাসা দিবস বা 'ছি শি' উত্সব। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে কিছু প্রেমের গান শুনবো।

'ছি শি' উত্সব চীনে প্রায় দুই হাজার বছর পুরানো। চীনা চান্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম দিন এই উত্সব উদযাপিত হয়। প্রাচীনকাল থেকে প্রচলিত এই উত্সবে প্রেম নিয়ে চীনাদের সুন্দর ধারণা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে 'ছি শি' নামে চীনের বৈশিষ্ট্যময় খুব সুন্দর একটি গান শুনবো।

'ছি শি' উত্সবের সঙ্গে একটি সুন্দর ও রোমান্টিক প্রেমকাহিনী জড়িত রয়েছে। অনেক অনেক দিন আগের কথা। নিউ লাং গ্রামের এক সাধারণ ছেলে। একদিন জি ন্যু নামে স্বর্গের এক পরী পৃথিবীতে বেড়াতে আসে। সে গ্রামের নদীতে গোসল করে। নিউ লাং নদীর পাশ থেকে জি ন্যুর পোশাক বাড়িতে নিয়ে যায়। জি ন্যু পোশাক খুঁজতে খুঁজতে নিউ লাংয়ের বাড়ি যায়, তাদের দেখা হয়, ভালোবাসা, প্রেম ও বিয়ে হয়। দু'বছরের পর তারা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। তারা চার জন পৃথিবীতে সুখেই জীবন কাটায়।

গল্পটি এখানেই শেষ নয়! সে সময় স্বর্গের পরী ও পৃথিবীর মানুষের প্রেম নিষিদ্ধ ছিল। এ বিয়ের পর স্বর্গের রাজা খুবই রাগ করেন। তিনি জি ন্যু ও নিউ লাংকে আটক করেন ও শাস্তি দেন। ভালোবাসার অপরাধে তাদের দু'জনকে মহাকাশের বিশাল ছায়াপথের দু'পাশে দু'টি তারায় পরিণত করে দেওয়া হয়। লক্ষ হাজার মাইল থেকে তারা শুধু দু'জনকে দেখতে পেত!

তাদের এ ভালোবাসা দেখে মুগ্ধ হয় অসংখ্য দোয়েল পাখি। তাই বছরের বিশেষ একটি দিন লাখ লাখ দোয়েল পাখি উড়ে গিয়ে ছায়াপথে একটি সেতু তৈরি করে। ছায়াপথের সেই সেতু দিয়ে কাছাকাছি আসে নিউ লাং এবং জি ন্যু। শুধুমাত্র বছরের একটি দিন তারা পরস্পরের কাছাকাছি আসতে পারে। আর এ দিনটিই হলো চীনের 'ছি শি' উত্সব।

প্রাচীনকালে চীনারা প্রিয় লোককে নিজের তৈরি সুগন্ধি ছোট থলি বা রুমাল দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করত। বর্তমান নিজের মনের ভাব প্রকাশের জন্য অনেক চীনা মানুষ একটি গানের কথা ভাবে। সেটি হলো, 'চাঁদ আমার মনের কথা বলে' গানটি। এতে বলা হয়েছে,

'তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে কত গভীর ভালোবাসি। আমি বলি, আমার অনুভূতি সত্যি, আমার ভালোবাসাও সত্যি, চাঁদ আমার মনের কথা বলে।'

এই গানটি সবচেয়ে বিখ্যাত ও পরিচিত প্রেমের গান। বন্ধুরা, এখন চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা তেং লি চুনের কণ্ঠে এই গানটি শুনবো।

বন্ধুরা, এবারের গানটি খুব বিখ্যাত ও প্রচলিত একটি প্রেমের গান, গানের নাম 'মিষ্টি'; গায়িকা তেং লি চুন। 'মিষ্টি, তুমি মিষ্টিভাবে হাসো, যেন বসন্তকালের ফুল! তোমার হাসি আমার কাছে অনেক পরিচিত, আহ্ যেন স্বপ্নে দেখেছি.....' প্রফুল্ল সুর ও রোমান্টিক কথা আর গায়িকার মিষ্টি কণ্ঠের জন্য গানটি গত ৪০ বছর ধরে অনেক জনপ্রিয় হয়েছে।

বন্ধুরা, এখন গানটি শুনি।

চীনা সংস্কৃতিতে 'সাত' খুব মঙ্গলজনক নম্বর। 'ছি শি' উত্সব চীনা চান্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম দিন, তাই 'ছি শি' খুব মঙ্গলময় একটি উত্সব হিসেবে বিবেচিত হয়। অনেক চীনা প্রেমিক-প্রেমিকা এই দিন বেছে বিয়ের প্রস্তাব বা অনুষ্ঠান আয়োজন করে।

বন্ধুরা, এখন শুনুন খুব জনপ্রিয় একটি চীনা গান 'আজ তোমাকে আমার বিয়ে করতে হবে'।

সাধারণত দম্পতিরা আশা করে সবসময় একসঙ্গে থাকতে, তাদের ভালোবাসা চিরদিনের মতো বজায় রাখতে। তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয় না। 'ছি শি'র কিংবদন্তিতে নিউ লাং ও জি ন্যু বছরে মাত্র একদিন মিলন হয়। তবে এ জন্য দুঃখ নেই। 'ছি শি' সম্পর্কে বিখ্যাত এক চীনা কবিতায় বলা হয়েছে,

"ভালোবাসা বেঁচে রয় অনন্তকাল,

নিত্য দেখা না হলেও তা রয়ে যায় অটুট।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেই কবিতা অবলম্বন করে রচিত চীনা গান 'চিন ফেং ইয়ু লু' শুনবো।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040