বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরত দিতে পারে যুক্তরাষ্ট্র
  2018-08-14 19:14:18  cri
বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠাতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ভিত্তিক ডেইলি কলার এ খবর দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত ২৪ জুলাই দেশটির পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি জন ডে সুলিভানের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ১ আগস্ট এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাদের দু'জনকে উদ্ধৃত করে ডেইলি কলার জানিয়েছেন রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাবও খুব পরিষ্কার। ফাঁসির দণ্ড পাওয়া রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040