যুক্তরাষ্ট্রের 'জাতীয় প্রতিরক্ষা আইন'-এর চীনসংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করেছে বেইজিং
  2018-08-14 19:09:30  cri
অগাস্ট ১৪: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের ২০১৯ অর্থবছরের 'জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন'-এর চীনসংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করেছেন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে চীন কঠোর দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে বলেও জানান উ ছিয়ান।

উ ছিয়ান বলেন, এ আইন শীতলযুদ্ধের ধারণা তুলে ধরেছে এবং চীন-যুক্তরাষ্ট্র বৈরিতা প্রচার করেছে। পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং 'এক চীন নীতি' ও 'চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ বিবৃতি' লঙ্ঘন করেছে এ আইন।

তিনি বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। কেউ কখনও চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে সতর্ক করেন উ ছিয়ান।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040