সিনচিয়াংয়ে সন্ত্রাস ও অপরাধদমন নিয়ে বিদেশি গণমাধ্যমের বিকৃত খবর উদ্দেশ্য-প্রণোদিত: চীনের মুখপাত্র
  2018-08-14 16:32:42  cri
অগাস্ট ১৪: কিছু বিদেশি গণমাধ্যম সিনচিয়াংয়ে চীনের সন্ত্রাসদমন ও অপরাধদমন কার্যক্রমের বিকৃত খবর প্রকাশ করেছে। এটি উদ্দেশ্য-প্রণোদিত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এ-কথা বলেন লু খাং।
লু খাং বলেন, ১০-১৩ অগাস্ট জাতিসংঘে বর্ণবৈষম্য দূরীকরণ কমিটি জেনিভায় 'সব ধরনের বর্ণবৈষম্য দূরীকরণে আন্তর্জাতিক চুক্তি'সংক্রান্ত চীনের প্রতিবেদন পর্যালোচনা করেছে। এতে চীনা প্রতিনিধিদল সংখ্যালঘু জাতির অধিকার সংরক্ষণের নতুন অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। রিপোর্টের পর কমিটি চীন সরকারের কাজের স্বীকৃতিও দিয়েছে।
লু খাং বলেন, চীনবিরোধী শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে চীনকে নিয়ে মিথ্যা অভিযোগ করেছে এবং পর্যালোচনা নিয়ে বিকৃত খবর তৈরি করেছে। এমন আচরণ উদ্দেশ্য-প্রণোদিত। বর্তমানে সিনচিয়াংয়ের সমাজ ও অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন হচ্ছে এবং নানা জাতির মানুষ সম্প্রীতিমূলক সহাবস্থান করছে বলে জানান লু খাং।
(শিশির/তৌহিদ)
;
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040